1. info@www.southbdnews24.com : 𝐒𝐨𝐮𝐭𝐡 𝐁𝐃 𝐍𝐞𝐰𝐬 𝟐𝟒 :
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৫:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলায় ধ্বংস করা হয়েছে প্রায় ৯ কোটি টাকার ইয়াবা ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী সদর উপজেলা কমিটির পরিচিতি সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত পটুয়াখালীতে ডাঃ আজাদের বিরুদ্ধে সাময়িক বরখাস্ত প্রত্যাহার না করলে স্বাস্থ্যসেবা বন্ধের হুশিয়ারি বন্দোবস্ত পাওয়ার পঁচিশ বছরেও জমি দখলে যেতে পারেনি ভূমিহীন তিনটি পরিবার পিরোজপুরে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ পৌর শাখার আংশিক কমিটি ঘোষণা পবিপ্রবির ছাত্র আশিকের অকাল মৃত্যু: চিকিৎসায় অবহেলার অভিযোগে তদন্ত কমিটি, শিক্ষার্থীদের ক্ষোভ বাউফলে ভাড়াটিয়ার দোকান তালা দেওয়া সহ ভাড়া উত্তোলনের অভিযোগ পিরোজপুরে বর্ষবরণে ১০১ ধরনের দেশীয় ফল-পিঠার বর্ণিল আয়োজন বাউফলে ভাঙাচুরা রাস্তাঘাট দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন ভোলায় ৫ বছরের শি*শু ধ*র্ষ*ণ মামলার আসামী গ্রে*ফতা*র

পিরোজপুরে বর্ষবরণে ১০১ ধরনের দেশীয় ফল-পিঠার বর্ণিল আয়োজন

মোঃ জিয়াউর রহমান, পিরোজপুরঃ
  • প্রকাশিত: সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ৬৬ বার পড়া হয়েছে

মোঃ জিয়াউর রহমান, পিরোজপুরঃ পিরোজপুরে বর্ণিল আয়োজনে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ। এবারের আয়োজনের বিশেষ আকর্ষণ ছিল ১০১ প্রকার দেশীয় ফল, পিঠা, মিষ্টান্ন ও শরবতের ব্যতিক্রমী ‘বাঙালি আপ্যায়ন’ উৎসব। সোমবার সকালে আনন্দ শোভাযাত্রা শেষে শহরের গোপালকৃষ্ণ টাউন ক্লাব মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী বন্ধু ফোরামের উদ্যোগে অনুষ্ঠিত হয় এ উৎসব।

উৎসবে অংশ নেন শিশু-কিশোরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সবাই সেজে এসেছেন লাল, সবুজ, কমলা ও হলুদ রঙের পোশাকে। পুরুষদের পাঞ্জাবি, নারীদের শাড়ি, হাতে রঙিন চুড়ি ও মাথায় ফুলের মালা আর শিশুদের মুখে উচ্ছ্বাস মিলিয়ে পুরো মাঠ ছিল উৎসবমুখর। গোপালকৃষ্ণ টাউন ক্লাব মাঠ প্রাঙ্গণে রঙিন প্যান্ডেলে সাজানো হয় ২৫ ধরনের পিঠা, ৪৫ ধরনের দেশীয় ফল, ২০ ধরনের মিষ্টান্ন ও ১১ ধরনের শরবত। দুধকুলি, ক্ষীরকুলি, তিলকুলি, পাটিসাপটা, নকশি পিঠা, ঝাল পিঠা থেকে শুরু করে আনারস, পেচি গাব, ডুমুর, চালতা, আতা, বেতফল ও টকফল—সবই ছিল পসরা জুড়ে। মিষ্টির আয়োজনে ছিল রসগোল্লা, রসমালাই, চমচম, কালজাম ইত্যাদি। বেলের রস, তালের রস ও খেজুরের রসও ছিল বিশেষ আকর্ষণ। অতিথিরা হাতে মাটির বাসনে খাবার নিয়ে নির্ধারিত আসনে বসে উপভোগ করেন এই বাঙালি ঐতিহ্যের স্বাদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী বন্ধু ফোরামের আহ্বায়ক এস এম ছাইদুল ইসলাম কিসমত। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আশরাফুল আলম খান এবং বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন।

ফোরামের সদস্য সচিব নাসির আহম্মেদ বাচ্চু বলেন, “আমরা বাংলা নববর্ষকে ঘিরে বাঙালির ঐতিহ্য ধরে রাখার প্রয়াসে ১০১ ধরনের খাবার দিয়ে এই উৎসব করেছি। ভবিষ্যতেও এমন ব্যতিক্রমধর্মী আয়োজন অব্যাহত রাখতে চাই।”

এ আয়োজন পিরোজপুরবাসীর কাছে নববর্ষ উদযাপনের এক নতুন মাত্রা যোগ করেছে, যা বাঙালিয়ানা ও ঐতিহ্যের সম্মিলনে হয়ে উঠেছে অনন্য।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট