1. info@www.southbdnews24.com : 𝐒𝐨𝐮𝐭𝐡 𝐁𝐃 𝐍𝐞𝐰𝐬 𝟐𝟒 :
শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ১২:০৩ অপরাহ্ন
সর্বশেষ :
বরগুনার সাবেক উপজেলা চেয়ারম্যান মনির গ্রে*প্তার বাউফলে উপজেলা যুবদলের আহ্বায়ক জসিম ও যুগ্ম আহ্বায়ক রিয়াজ-কে বহিস্কার “নেতা চাই না রাস্তা চাই-সড়ক পথের ভোগান্তি, জীবন নয় অশান্তি” প্লাকার্ড লিখে মানববন্ধন বাউফলে মোটর সাইকেল চা*পা দিয়ে শিশু হ*ত্যা চেষ্টার অভিযোগ পটুয়াখালী জেলা কারাগারে কারারক্ষীর ঝু*লন্ত ম*র*দেহ উদ্ধার “আগামী কোরবানী ঈদের আগেই তারেক রহমান এবং বেগম খালেদা জিয়া দেশে ফিরবেন” -আলতাফ হোসেন চৌধুরী তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে বাউফলে মনির হোসেন রাজার সৌজন্যে লিফলেট বিতরণ ঈদের দিনে মানবতার দৃষ্টান্ত স্থাপন করলেন গলাচিপার ইউএনও মিজানুর রহমান বাউফলে সেলুনের আড়ালে যখন মা*দক কারবারি সুনীল পটুয়াখালীতে আত*শবা*জি ফোটাতে গিয়ে এক শিশুর মৃ*ত্যু ও দুই কিশোর গু*রুত*র আ*হ*ত

“নেতা চাই না রাস্তা চাই-সড়ক পথের ভোগান্তি, জীবন নয় অশান্তি” প্লাকার্ড লিখে মানববন্ধন

এম জাফরান হারুন, বাউফল, পটুয়াখালীঃ
  • প্রকাশিত: শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
  • ৩৫ বার পড়া হয়েছে

এম জাফরান হারুন, বাউফল, পটুয়াখালীঃ পটুয়াখালীর বাউফল উপজেলার মদনপুরা ইউনিয়নের মাঝপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়া প্রধান তিনটি সড়কের দ্রুত সংস্কারের দাবিতে “নেতা চাই না রাস্তা চাই-সড়ক পথের ভোগান্তি, জীবন নয় অশান্ত”‘ প্লাকার্ড লিখে মানববন্ধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ এপ্রিল ) বেলা ১১টার দিকে মদনপুরা ইউনিয়নের মাঝপাড়া গ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নেতৃত্ব দেন বাউফল উপজেলা ছাত্রদলের অন্যতম ছাত্রনেতা ও সাবেক যুগ্ম আহ্বায়ক নিয়াজ খান।

এছাড়াও মদনপুরা ইউনিয়ন ছাত্রদলের অন্যতম নেতা মো. ইমন মাতুব্বরের তত্ত্বাবধানে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন। মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মোঃ হাসান খান, মদনপুরা ইউনিয়ন ছাত্রদল নেতা মো: রায়হান হোসেন, মাঝপাড়া শহীদ জিয়া স্মৃতি সংসদের নাঈম মৃধা, রবিউল হোসেন সহ স্থানীয় নেতৃবৃন্দ।

মাঝপাড়া ৩নং ওয়ার্ডের প্রধান তিনটি সড়ক বর্তমানে চরম বেহাল অবস্থায় রয়েছে। সড়কগুলো দিয়ে প্রতিদিন যাতায়াত করে দুইটি কলেজ, একটি মাদ্রাসা, একটি প্রাথমিক বিদ্যালয়, দুইটি মাধ্যমিক বিদ্যালয় ও দুইটি বাজারে।

মানববন্ধনে বক্তারা জানান, দশ বছর আগে এই রাস্তা নির্মাণ করা হলেও কখনও কোনো সংস্কার করা হয়নি। নির্মাণের মাত্র ছয় মাসের মধ্যেই রাস্তার বিভিন্ন স্থানে ভাঙন দেখা দেয়। পরে স্থানীয় জনগণ মাটি দিয়ে গর্ত ভরাট করে কোনো রকমে চলাচল চালিয়ে যাচ্ছেন। তবে বর্তমানে রাস্তাগুলোর অবস্থা এতটাই নাজুক যে, তা মরণফাঁদে পরিণত হয়েছে।

রাস্তার বেহাল দশার কারণে ধুলাবালির কারণে সাধারণ মানুষ শ্বাসকষ্টে ভুগছে। বৃষ্টি হলে রাস্তায় মাছ চাষ করা যায় এবং কাদা-পানিতে চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে। স্কুল-কলেজের শিক্ষার্থীদের চলাচলে ব্যাপক দুর্ভোগ হচ্ছে। ব্যবসা-বাণিজ্য ও জরুরি সেবা ব্যাহত হচ্ছে ।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা দ্রুত রাস্তা সংস্কারের দাবি জানিয়ে বলেন, দীর্ঘদিন ধরে তারা ভোগান্তি পোহাচ্ছেন। সংশ্লিষ্ট প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে স্থানীয় জনগণ আরও বড় কর্মসূচি দিতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দেন।

বক্তারা বলেন, প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছেন সাধারণ মানুষ। ধুলাবালির কারণে নানা রোগব্যাধি দেখা দিয়েছে। এত অভিযোগের পরেও কর্তৃপক্ষ নীরব ভূমিকা পালন করছে, যা দুঃখজনক।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট