সাউথ বিডি নিউজ ২৪ ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ কর্তৃক ঘোষিত ঐতিহ্যবাহী ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে যুগ্ম আহ্বায়কের পদ পেয়েছেন গলাচিপা উপজেলার কৃতি সন্তান সাঈদ হোসেন বাবু। গত ১৬ জানুয়ারি ছাত্রদলের রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন নাসির এই কমিটির অনুমোদন করেন। এ কমিটির আহবান করা হন পিয়াল হাসান এবং ১নং যুগ্ন-আহবায়ক হন শাহাবুদ্দিন ইমান।
এর আগেও সাঈদ হোসেন ঢাকা কলেজ ছাত্রদলের সহপ্রচার সম্পাদক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তিনি গলাচিপা উপজেলার চিকনিকান্দী ইউনিয়নের কোটখালী গ্রামের মুন্সি বাড়ির সন্তান। তার এই কৃতিত্বের জন্য তার পরিবার এবং স্থানীয়দের মাঝে দেখা দিয়েছে বাঁধভাঙ্গা আনন্দ।
সাইদ হোসেন বাবু বলেন, তার এ অর্জন শুধু তার একার না, এটি সবার। তাই তিনি দেশ ও দেশের মানুষের জন্য সর্বদা কাজ করতে চান। তার অর্জনের জন্য তিনি বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং তার পাশে যারা ছিলেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।