মোঃ মহিউদ্দিন, ভোলাঃ ভোলার চক বাজার ও কাঁচা বাজারে জেলার অধিকাংশ মানুষ বাজার করে আসছে। বিভিন্ন কার্গো ও ট্রলার দ্বারা খাল দিয়ে জেলার বাহির থেকে আনা হয় বাজারের কাঁচামালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য। এই মালামালগুলো শ্রমিক দ্বারা উঠা নামা করার জন্য পৌরসভা কর্তৃক নির্মাণ করা হয় ঘাটলা। কিন্তু পরবর্তীতে পৌরসভা কর্তৃক এই ঘাটলার উপর নির্মাণ করা হয় অবৈধ দোকান, যার কারণে শ্রমিকরা আর নামাতে পারছেন না নিত্য প্রয়োজনীয় দ্রব্য। এছাড়াও বাজারে পাবলিক টয়লেট না থাকায় বাজার করতে আসা সাধারণ মানুষ ও ব্যবসায়ীসহ শ্রমিকদের ভোগান্তি পোহাতে হচ্ছে। পূর্বে এই বাজারে একটিমাত্র পাবলিক টয়লেট ব্যবহার করে আসছিলো বাজার করতে আসা সাধারণ মানুষ। কিন্তু পৌরসভা কর্তৃক পাবলিক টয়লেটটিও ভেঙে নির্মাণ করা হয় বহুতল ভবন। যার কারণে বাজারে ব্যবসায়ী ও বাজার করতে আসা সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
এদিকে এই অবৈধ স্থাপনার জন্য বাজারে অগ্নিকাণ্ড ঘটলে খাল থেকে পানি ব্যবহার করতে না পারার কারণে অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমানটা দিগুণ হয় বলে মনে করছেন ব্যবসায়ীরা। তাইতো ভোগান্তিতে পরা সকল মানুষের পক্ষে এই সকল বিষয়গুলো সমাধানের লক্ষ্যে অবৈধ দোকান ঘর উচ্ছেদ করে পাবলিক টয়লেট নির্মাণসহ ঘাটলা ব্যবহার করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য পৌরসভা বরাবর অনুলিপি প্রদান করেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ভোলা জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ তানভীর হোসেন তালুকদার, সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক, যুগ্ম সাধারণ সম্পাদক আবি আব্দুল্লাহসহ অন্যান্য নেতা কর্মীরা।
বৃহস্পতিবার দুপুরে ভোলা জেলা প্রশাসক ও পৌরসভার প্রশাসককে এই অনুলিপি জমা দেন তারা। তবে এ বিষয়ে ভোলা পৌরসভার প্রশাসক মিজানুর রহমান বলেন, “ইতিমধ্যে মাইকে ঘোষণা করা হয়েছে। অতি শীগ্রই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।”