1. info@www.southbdnews24.com : 𝐒𝐨𝐮𝐭𝐡 𝐁𝐃 𝐍𝐞𝐰𝐬 𝟐𝟒 :
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৪:২৪ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলায় ধ্বংস করা হয়েছে প্রায় ৯ কোটি টাকার ইয়াবা ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী সদর উপজেলা কমিটির পরিচিতি সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত পটুয়াখালীতে ডাঃ আজাদের বিরুদ্ধে সাময়িক বরখাস্ত প্রত্যাহার না করলে স্বাস্থ্যসেবা বন্ধের হুশিয়ারি বন্দোবস্ত পাওয়ার পঁচিশ বছরেও জমি দখলে যেতে পারেনি ভূমিহীন তিনটি পরিবার পিরোজপুরে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ পৌর শাখার আংশিক কমিটি ঘোষণা পবিপ্রবির ছাত্র আশিকের অকাল মৃত্যু: চিকিৎসায় অবহেলার অভিযোগে তদন্ত কমিটি, শিক্ষার্থীদের ক্ষোভ বাউফলে ভাড়াটিয়ার দোকান তালা দেওয়া সহ ভাড়া উত্তোলনের অভিযোগ পিরোজপুরে বর্ষবরণে ১০১ ধরনের দেশীয় ফল-পিঠার বর্ণিল আয়োজন বাউফলে ভাঙাচুরা রাস্তাঘাট দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন ভোলায় ৫ বছরের শি*শু ধ*র্ষ*ণ মামলার আসামী গ্রে*ফতা*র

দর্শন থেকে বিদায়, হাজারো স্মৃতি

রিপন মালী, বরগুনাঃ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ১০৩ বার পড়া হয়েছে

রিপন মালী, বরগুনাঃ বিদায়ের দিনটি সবসময়ই মিষ্টি কষ্টের। একদিকে আবার নতুন অধ্যায়ের শুরু, অন্যদিকে পুরনো স্মৃতির সঙ্গে বিদায়। বরগুনায় দর্শন বিভাগে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান এমন এক অনুষ্ঠান যেখানে এই মিশ্র অনুভূতিগুলো আরো প্রকট হয়ে ওঠে। শিক্ষাজীবনের নতুন অধ্যায় শুরু করেছেন? অভিনন্দন! নতুন স্কুল, নতুন বন্ধু, নতুন পরিবেশ – সব মিলিয়ে এক অনন্য অভিজ্ঞতা। দীর্ঘদিনের যাত্রা শেষে এক সুন্দর বিদায় অনুষ্ঠান সকলের জন্যই মনে রাখার মতো একটি ঘটনা হয়ে থাকবে আমাদের জীবনে।

বিদায় সংবর্ধনা পাশাপাশি নবীনদের বরণ করা হয়। আজ বৃহস্পতিবার সকাল শুরু করা হয় সেই সময়। প্রধান অতিথি ড.মোঃ মতিউর রহমান, অধ্যক্ষ,বরগুনা সরকারি কলেজ।

বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তারা সবাই তার কাছে অনেক প্রিয়। তিনি চান সবাই জীবনে সফল হোক। তিনি সকলকে নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য প্রস্তুত ও নতুনদের নিয়মিত কলেজে আসতে বলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে একে অপরের সাথে সম্পর্ক রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব মোঃ আকবর হোসেন, সহকারী অধ্যাপক, দর্শন বিভাগ, বরগুনা সরকারি কলেজ। একজন শিক্ষক হবার কারনে তিনি সব সময় ছাত্র-ছাত্রীদের একই শিক্ষা প্রদান করেন। যার জন্য উপস্থিত অধ্যক্ষের কাছে বলেন, দর্শন বিভাগে একজন শিক্ষক হলে ভালো হয়। বিদায়ী শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও ক্রেস্ট প্রধান করেন তিনি। তারপর নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়। সভাপতির আদেশক্রমে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করেন শিক্ষার্থীরা। সেখানে একক নাচ, গান ও অভিনয় করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট