1. info@www.southbdnews24.com : 𝐒𝐨𝐮𝐭𝐡 𝐁𝐃 𝐍𝐞𝐰𝐬 𝟐𝟒 :
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৫:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলায় ধ্বংস করা হয়েছে প্রায় ৯ কোটি টাকার ইয়াবা ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী সদর উপজেলা কমিটির পরিচিতি সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত পটুয়াখালীতে ডাঃ আজাদের বিরুদ্ধে সাময়িক বরখাস্ত প্রত্যাহার না করলে স্বাস্থ্যসেবা বন্ধের হুশিয়ারি বন্দোবস্ত পাওয়ার পঁচিশ বছরেও জমি দখলে যেতে পারেনি ভূমিহীন তিনটি পরিবার পিরোজপুরে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ পৌর শাখার আংশিক কমিটি ঘোষণা পবিপ্রবির ছাত্র আশিকের অকাল মৃত্যু: চিকিৎসায় অবহেলার অভিযোগে তদন্ত কমিটি, শিক্ষার্থীদের ক্ষোভ বাউফলে ভাড়াটিয়ার দোকান তালা দেওয়া সহ ভাড়া উত্তোলনের অভিযোগ পিরোজপুরে বর্ষবরণে ১০১ ধরনের দেশীয় ফল-পিঠার বর্ণিল আয়োজন বাউফলে ভাঙাচুরা রাস্তাঘাট দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন ভোলায় ৫ বছরের শি*শু ধ*র্ষ*ণ মামলার আসামী গ্রে*ফতা*র

পটুয়াখালীতে সরকারি পানির সংযোগ লাইনের ৩ শ্রমিককে মারধরের অভিযোগ

জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ৭৫ বার পড়া হয়েছে

জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ একাধিক এজাহারভুক্ত মাদক মামলার আসামী কর্তৃক সরকারি পানির লাইন শ্রমিকদের মারধর করে নীলা ফোলা জখম করার এক অভিযোগ পাওয়া গিয়েছে। এ সন্ত্রাসী ঘটনাটি ঘটেছে পটুয়াখালী সদর উপজেলার লাউকাঠি ইউনিয়নে।

পটুয়াখালী সদর থানায় ভিকটিম পানির লাইন শ্রমিক মো. আঃ হাই কর্তৃক লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লাউকাঠি ইউনিয়নে ২৫০টি পানির লাইনের সংযোগ দেয়ার বরাদ্দ পেয়ে দুটি বা ৩টি ঘরপ্রতি ১টি এবং চারটি ঘরপ্রতি দুটি পানির লাইন সংযোগের কাজ শুরু করে। ঘটনার দিন আজ ২১ নভেম্বর বৃহষ্পতিবার সকাল আনুমানিক ৭.৩০ মিঃ এর সময় নির্ধারিত বাড়ি ঘরে পানির লাইন সংযোগ কাজের জন্য শ্রমিক শাহিন, শামিম, মাসুদ, রাকিব লাউকাঠি ইউনিয়নের লাউকাঠি গ্রামে মনির মিয়ার ব্রিক ফিল্ডের সামনে পৌছলে এলাকার চিহ্নিত একাধিক মাদক মামলার আসামী মো. শাহাদাৎ হোসেন ও তার জামাতা ইলিয়াস হোসেন গং শ্রমিকদের পথরোধ করে তাদের মাথায় ও হাতে পানির লাইন সংযোগ কাজের মালামাল ফেলে দিয়ে শ্রমিক শাহিন ও শামীমকে মারধর করে ফোলা জখম করে। এ সময় শ্রমিকদের প্রধান শ্রমিক আঃ হাই ঘটনাস্থলে পৌছলে তাকেও গলাধাক্কা দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এসময় এলাকার চৌকিদার এগিয়ে গেলে তাকেও গালিগালাজ করে মাদক ব্যবাসায়ী শাহাদাৎ হোসেন।

এ ঘটনায় এলাকার মেম্বার ও চৌকিদারের সহযোগীতায় ভোলা জেলার চরফ্যাশন থানার হাজারীগঞ্জ নিবাসী শ্রমিক আঃ হাই উক্ত সন্ত্রাসী মাদক ব্যবসায়ী শাহাদাৎ ও ইলিয়াস হোসেনের বিরুদ্ধে সদর থানায় দুপুরে এক লিখিত অভিযোগ করেন।

শ্রমিক আঃ হাই জানান, বিবাদী শাহাদাৎ হোসেনের বাড়িতে একটি পানির লাইন সংযোগ দেয়া হয়েছে। সে তার ঘরের পাশে থাকা বাবার ঘরে আরো একটি সংযোগ দাবী করলে চেয়ারম্যানের অনুমতি আনার জন্য বলেছি। সে চেয়ারম্যানের অনুমতি না এনে আমাকে ও আমার শ্রমিকদেরকে সংযোগ দিতে বলে। সংযোগ নাদিলে চাঁদা টাকা দিতে হবে। এ চাঁদা টাকা দিতে অস্বীকার করায় আমাকে ও শ্রমিকদের মারধর করে এবং জীবন নাশের হুমকি দেয়।

ইউপি চেয়ারম্যান মোঃ ইলিয়াস বাচ্চু বলেন, ইউপি মেম্বার ও চৌকিদার আমাকে ফোন দিয়ে মারধরের ঘটনা জানায়। তখন আমি সদর উপজেলা উন্নয়ন কমিটির সভায় উপস্থিত ছিলাম। তখন বিষয়টি ইউএনও মহোদয়কে বলেছি। সদর থানার ওসিও ওখানে উপস্থিত ছিলেন। ইউএনও ওসিকে বিষয়টি দেখার জন্য বলেছেন।

অভিযোগের তদন্ত অফিসার এসআই বাশার জানান, দুই পক্ষকে ডেকেছি। বিবাদী শাহাদাৎ হোসেনের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে বলেও জানা গেছে। তারমধ্যে সদর থানার এফআইআর নং-২৫/১২১ তারিখ-১৩ মার্চ ২০১৭ ইং। এ ছাড়াও ২০২০ সালে ১৫ নভেম্বর সদর থানায় দায়েরকৃত এফআইআর নং- ১৯/৪৪৩, চার্জশীট : ৪০৫/২০ মামলায় সে অব্যাহতি পেয়েছে বলে সদর থানা সূত্রে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট