মোঃ মেহেদী হাসান (বাচ্চু), পটুয়াখালীঃ পটুয়াখালী ব্রিজের টোলপ্লাজা সংলগ্ন একটি জমি নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে। আর সম্প্রতি জমিজমা সংক্রান্ত সেই বিষয়কে পুজি করে সংখ্যালঘুদের উপর হামলার অভিযোগ সাজিয়ে একটি বেসরকারি টেলিভিশনসহ বেশ কয়েকটি গণমাধ্যমে মিথ্যা ও উদ্দেশ্য প্রনোদিত সংবাদ প্রচারের প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মানববন্ধন করা হয়েছে।
রবিবার (২৭ অক্টোবর) সকালে পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানব বন্ধনে বক্তারা বলেন, সংখ্যালঘুদের উপর হামলার মিথ্যা অভিযোগ তুলে বিএনপি ও বর্তমান সরকারকে প্রশ্নবিদ্ধ করতেই তথ্য গোপন করে সংবাদ পরিবেশন করা হয়েছে। যাদের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ করা হয়েছে প্রকৃতপক্ষে তাদের নামে জমির দলিল ও রেকর্ড আছে। ২১টি সংখ্যালঘু পরিবারের জমি দখলের কথা বলা হলেও একজন ছাড়া বাকী ২০ জন তাদের নিজস্ব জমিতেই দখলে আছেন। উদ্দেশ্যমূলকভাবে বিভ্রান্তিকর সংবাদ প্রচার করে প্রশাসন ও জনমনে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে বলেও অভিযোগ করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।