1. info@www.southbdnews24.com : 𝐒𝐨𝐮𝐭𝐡 𝐁𝐃 𝐍𝐞𝐰𝐬 𝟐𝟒 :
মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ০৩:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ :
ফি*লিস্তি*নে ব*র্বরো*চিত হা*মলা*র প্রতি*বাদে গৌরনদীতে বি*ক্ষো*ভ ‘বাংলাদেশের রাজনীতি’ ফেক আইডি চালানো সন্দেহে আটক সিথীর জামিন ফি*লিস্তি*নে ই*সরা*ইলি ব*র্বর হা*মলা*র প্রতিবাদে পটুয়াখালীতে কয়েক হাজার নারী-পুরুষের বি*ক্ষো*ভ মিছিল পটুয়াখালীতে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত রাঙ্গাবালীতে মুগ ডালের বাম্পার ফলন; কৃষক-কৃষাণীদের মুখে হাসি পটুয়াখালীতে ১২ এপ্রিল থেকে এ্যাম্বুলেন্স মালিক সমিতির ধর্মঘটের হুঁশিয়ারি বাউফলে শিশু ধ*র্ষ*ণের অভি*যোগে বৃদ্ধ গ্রে*প্তা*র “নরেন্দ্র মোদি-ডক্টর ইউনুস দ্বি-পাক্ষিক আলোচনা দেশের জন্য পজিটিভ কিছু হবে”-আন্দালিব রহমান পার্থ বরগুনার সাবেক উপজেলা চেয়ারম্যান মনির গ্রে*প্তার বাউফলে উপজেলা যুবদলের আহ্বায়ক জসিম ও যুগ্ম আহ্বায়ক রিয়াজ-কে বহিস্কার

দীর্ঘ তিন বছর পর নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ে মরিচবুনিয়া ইউনিয়নের পরাজিত চেয়ারম্যান প্রার্থী টিটুকে চেয়ারম্যান ঘোষণা

জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ
  • প্রকাশিত: শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ২১৩ বার পড়া হয়েছে

জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ বিগত ইউপি চেয়ারম্যান পদে ভোট গণনা করে পরাজিত ঘোষণা করার ফলাফলে সন্তুষ্ট হতে না পেরে পটুয়াখালী নির্বাচনী ট্রাইব্যুনাল আদালতে মামলা দিয়েছিলেন মরিচবুনিয়া ইউনিয়নের নির্বাচনে পরাজিত ইউপি চেয়ারম্যান প্রার্থী মনিরুজ্জামান টিটু। এ মামলার তিন বছর পর ২২ অক্টোবর মঙ্গলবার ট্রাইব্যুনালের বিচারক সিনিয়র সহকারি জজ রাসেল মজুমদার প্রায় ৯০০ ভোটের ব্যবধানে মনিরুজ্জামান টিটুকে জয়ী ঘোষণা করে রায় দিয়েছেন।

জানা গেছে, ২০২১ সালের ১১ নভেম্বর পটুয়াখালী সদর উপজেলার মরিচবুনিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। মনিরুজ্জামান টিটু আনারস প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করেন। ভোট গ্রহণ শেষে প্রিজাইডিং কর্মকর্তা মাসুম মৃধাকে বিজয়ী ঘোষণা করেন। এ নিয়ে প্রতিপক্ষ মনিরুজ্জামান টিটু আপত্তি তোলেন এবং নির্বাচনী ট্রাব্যুনালে মামলা করেন।

বাদী পক্ষের আইনজীবী এডভোকেট মোঃ রুহুল আমিন এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আদালতের পুনর্গণনায় আনারস প্রতীকের মনিরুজ্জামান টিটু ২ হাজার ৭৯৪ ভোট এবং নৌকা প্রতীকের মাসুম মৃধা ১ হাজার ৮৭৬ ভোট পেয়েছেন।

আদালতের রায়ে নবনির্বাচিত চেয়ারম্যান মনিরুজ্জামান টিটু বলেন, ২০২১ সালের নির্বাচনে জয়ী হয়েছিলেন। কিন্তু তাঁকে পরাজিত দেখানো হয়েছিলো। তিনি দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। একই সঙ্গে দ্রুত সময়ের মধ্যে আদালতের রায়কে আমলে নিয়ে নতুন গেজেটে ইউপি চেয়ারম্যান হিসেবে তাঁর নাম ঘোষণার দাবি জানিয়েছেন।

বর্তমান ইউপি চেয়ারম্যান মাসুম মৃধা সাংবাদিকদের বলেন, “আমি আদালতের এই রায়ের বিরুদ্ধে আপিল করব। ২০২১ সালের নির্বাচনে ভোট গণনার সময় সংশ্লিষ্ট কর্মকর্তাগণ ভোট গণনা করে আমাকে চেয়ারম্যান পদে জয়ী ঘোষণা করেছিলেন। আমি প্রায় তিন বছর ইউপি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছি।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট