1. info@www.southbdnews24.com : 𝐒𝐨𝐮𝐭𝐡 𝐁𝐃 𝐍𝐞𝐰𝐬 𝟐𝟒 :
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৬:৫৭ অপরাহ্ন
সর্বশেষ :
গৌরনদীতে সাবেক সেনা সদস্যদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ভোলায় ধ্বংস করা হয়েছে প্রায় ৯ কোটি টাকার ইয়াবা ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী সদর উপজেলা কমিটির পরিচিতি সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত পটুয়াখালীতে ডাঃ আজাদের বিরুদ্ধে সাময়িক বরখাস্ত প্রত্যাহার না করলে স্বাস্থ্যসেবা বন্ধের হুশিয়ারি বন্দোবস্ত পাওয়ার পঁচিশ বছরেও জমি দখলে যেতে পারেনি ভূমিহীন তিনটি পরিবার পিরোজপুরে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ পৌর শাখার আংশিক কমিটি ঘোষণা পবিপ্রবির ছাত্র আশিকের অকাল মৃত্যু: চিকিৎসায় অবহেলার অভিযোগে তদন্ত কমিটি, শিক্ষার্থীদের ক্ষোভ বাউফলে ভাড়াটিয়ার দোকান তালা দেওয়া সহ ভাড়া উত্তোলনের অভিযোগ পিরোজপুরে বর্ষবরণে ১০১ ধরনের দেশীয় ফল-পিঠার বর্ণিল আয়োজন বাউফলে ভাঙাচুরা রাস্তাঘাট দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন

বাউফলে স্বামীর গোপনাঙ্গ কেটে স্ত্রী পলাতক

মোঃ মেহেদী হাসান (বাচ্চু), পটুয়াখালীঃ
  • প্রকাশিত: সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ৬১ বার পড়া হয়েছে

মোঃ মেহেদী হাসান (বাচ্চু), পটুয়াখালীঃ পটুয়াখালীর বাউফলে পারিবারিক কলহের জের ধরে মোঃ শাকিল হাওলাদার (২৫) নামের এক স্বামীর গোপনাঙ্গ কেটে লাপাত্তা হয়ে গেছেন স্ত্রী। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রবিবার (১৩ অক্টোবর) সকালের দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের ধানদী গ্রামে এঘটনা ঘটে।

আহত স্বামী শাকিল হাওলাদার ওই গ্রামের রফিক হাওলাদারের ছেলে। তার স্ত্রীর নাম মোসাঃ সাথী আক্তার (২২)। তিনি একই ইউনিয়নের ছোট ডালিমা গ্রামের মোঃ ইউনুসের মেয়ে।

আহত স্বামীর স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে অন্যের স্ত্রীকে ভাগিয়ে এনে বিয়ে করেন শাকিল। বিয়ের পর থেকে তাদের দুজনের মধ্যে দ্বন্ধ চলে আসছিলো। একাধিক বার মারামারির ঘটনাও ঘটেছে। এনিয়ে একাধিক বার শালিস বৈঠকও হয়েছে। শনিবার রাতেও দুই জনের মধ্যে ঝগড়া হয়। রবিবার সকাল ৭টার দিকে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে ফেলেন স্ত্রী। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে যায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ফাতেমা আক্তার জুথী জানান, ধারালো ছুরি বা চাকু দিয়ে গোপনাঙ্গ কাটা হয়েছে। পুরোপুরি কেটে বিচ্ছিন্ন করা হয়নি। প্রায় ৭০ শতাংশ কেটে ফেলা হয়েছে। তবে রোগী আশঙ্কামুক্ত বলেও জানান চিকিৎসক।

আহত শাকিল হাওলাদার বলেন, ‘যা হবার হয়েছে, কিছু বলার নাই”। তিনি আর কোনো মন্তব্য করতে রাজি হননি।

এবিষয়ে বাউফল থানার ওসি মোঃ কামাল হোসেন বলেন, এরকম কোনো অভিযোগ পাইনি, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট