জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ পটুয়াখালী জনকল্যাণ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ (পিকাপ) এর ৩৮ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩ টায় পটুয়াখালী ক্লাবে পিকাপ এর সভাপতি আলহাজ্ব আব্দুস সালাম খানের সভাপতিত্বে ও ব্যবস্থাপক গৌতম দেবনাথের সঞ্চালনায় বার্ষিক সাধারণ সভায় সংস্থার বার্ষিক রিপোর্ট পেশ করেন সম্পাদক অঞ্জন কুমার দাস। তিনি তার রির্পোটে বলেছেন, ২০২৩- ২০২৪ অর্থ বছেরে প্রতিষ্ঠানের ৬টি সঞ্চয় আমানত প্রকল্পে সদস্যগণ জমা করেছেন ৯ কোটি ৩৩ লক্ষ ১১ হাজার ৭২১ টাকা এবং মেয়াদ উত্তীর্নে ও বিভিন্ন প্রয়োজনে সদস্যগন উত্তোলন করেছেন ৮ কোটি ৫৫ লক্ষ ৬৭ হাজার ৭০১ টাকা। বিধায় ২০২৩-২০২৪ অর্থ বছরে ৬টি সঞ্চয় প্রকল্পে প্রাপ্তি প্রদান শেষে জমা অতিরিক্ত ৭৭ লক্ষ ৪৪ হাজার ২০ টাকা। অঞ্জন কুমার দাস তার রিপোর্টে বলেছেন, সংস্থাটিতে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত ৯৫৪ জন সদস্য রয়েছেন।
এ বার্ষিক সাধারণ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পিকাপ এর সহ-সভাপতি সুভাষ চন্দ্র দত্ত, কোষাধ্যক্ষ মনিরুল ইসলাম, পরিচালক মো. রফিকুল ইসলাম, সাবেক সভাপতি নাসির উদ্দিন খান, কালব পটুয়াখালী অঞ্চলের ব্যবস্থাপক মো. সাইফুল ইসলাম, পিকাপ’র সহকারী ব্যবস্থাপক রীতা ব্যানার্জী। রিপোর্টের উপর আলোচনা করেন সদস্য আলমগীর বাচ্চু, সদস্য লক্ষন দেবনাথ ও বেবী মালাকার প্রমুখ। সভায় সম্পাদক ও ক্যাশিয়ারের উল্থাপিত রিপোর্ট সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়।