জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ পটুয়াখালীতে নানা আয়োজনে শ্রীশ্রী জগন্নাথদেবের রথ ও উল্টোরথ উৎসব সম্পন্ন।
আজ সোমবার (১৫ জুলাই) শ্রী শ্রী জগন্নাথদেবের রথ ও উল্টোরথ মহোৎসব উপলক্ষে বিকালে পুরান বাজার অখড়াবাড়ী শ্রীশ্রী মদন মোহন জিউর মন্দিরের আয়োজনে উল্টো রথযাত্রা শুরু করে শহরের বিভিন্ন সড়ক ঘুরে পুনরায় পুরান বাজার মদন মোহন জিউর মন্দির প্রাঙ্গনে শেষ হয়।
এর আগে বিকাল ৪ টায় পুরান বাজার আখড়াবাড়ি মন্দিরে রথযাত্রা কমিটির সভাপতি রাম প্রসাদ কুন্ডুর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাধা কিশোর সদাইর উপস্থাপনায় উৎসব সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, পৌরসভার মেয়র মহিউদ্দিন আহম্মেদ, সদর উপজেলা চেয়ারম্যান মো. রেজাউল করিম সোয়েব। আরো বক্তব্য রাখেন আখড়াবাড়ি কার্যকরী পরিষদের সভাপতি বাবু তরুন কুন্ডু, কার্যকরী সভাপতি শিবুলাল দাস প্রমুখ।
এছাড়াও জুবিলী স্কুল সড়কস্থ ইসকন মন্দির কমিটির আয়োজনে এক বিশাল উল্টো রথযাত্রা শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ইসকন মন্দিরে উৎসব শেষ করা হয়।