মহিউদ্দিন, ভোলাঃ ভোলার বোরহানউদ্দিন থানা পুলিশ অভিযান চালিয়ে প্রায় ১০ হাজার পিস ইয়াবাসহ আলাউদ্দিন নামের একজনকে আটক করেছে। আটককৃতের বাড়ি জেলার লালমোহন উপজেলার কালমায়।
রোববার (১৪ জুলাই) বেলা সাড়ে ১২টায় পুলিশ সুপার কার্যালয়ের হল রুমে সংবাদ সম্মেলন করে অতিরিক্ত পুলিশ সুপার মামুনুর রশিদ এসব কথা বলেন। তিনি আরও জানান, আটক আলাউদ্দিন লামোহন উপজেলার কালমা ইউনিয়নের চরলক্ষি গ্রামের ৮নং ওয়ার্ডের আজাহার মীর এর ছেলে। এর আগে তার শ্যালক সাহাবুদ্দিন ২ হাজার পিস ইয়াবাসহ আটক হয়।
আটক আলউদ্দিন ঢাকা থেকে ইয়াবা নিয়ে তাসরিফ-১৪ নামক লঞ্চযোগে জেলার বোরহাউদ্দিন উপজেলার হাকিমুদ্দিন লঞ্চঘাটে নামে। গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই সিজার হোসেনসহ পুলিশ সদস্যরা একটি অটোরিকশার গতিরোধ করে তাতে তল্লাশি চালায়। এসময় আলউদ্দিনকে আটক করে তার ব্যাগে থেকে ৯৮০০ পিস ইয়াবা পাওয়া যায়। পরে তাকে আটক করা হয়।