জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ পটুয়াখালীতে আলীম পরীক্ষার ১ম দিনে কুরআন মাজিদ বিষয় ৭২ জন পরীক্ষার্থী অনুপস্থিত। পটুয়াখালীতে প্রশাসনের কঠোর নজরদারীতে ১২টি কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ন পরিবেশে আলীম পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
৩০ জুন (রবিবার) আলীম পরীক্ষায় পটুয়াখালী জেলায় ১২টি কেন্দ্রে ১ হাজার ৭’শ ৭৩ জন পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ৭০২ জন অংশগ্রহন করেন। এতে ৭২ জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে বলে জেলার পরীক্ষা নিয়ন্ত্রন কক্ষ নিশ্চিত করেছে। কোন বহিষ্কার নাই। উক্ত সূত্রে জানা গেছে, জেলার ৮টি উপজেলায় ১২টি কেন্দ্রে আলীম পরীক্ষায় ১ হাজার ৭’শ ৭৩ জন ছাত্র- ছাত্রী অংশগ্রহন করার কথা থাকলেও অংশ নিয়েছেন ১ হাজার ৭০১ জন। ৭২ জন অনুপস্থিত রয়েছে। পটুয়াখালী সদর উপজেলার ২টি কেন্দ্রে ২৪০ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ২০ জন, বাউফল উপজেলায় ৩টি কেন্দ্রে ৬৫৭ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত রয়েছে ১৬ জন, গলাচিপা উপজেলায় ১টি কেন্দ্রে ১৩২ জনের মধ্যে অনুপস্থিত ৩ জন , কলাপাড়া উপজেলায় ১টি কেন্দ্রে ১৬৯ জনের মধ্যে অনুপস্থিত ০৪ জন, মির্জাগঞ্জ উপজোয় ১টি কেন্দ্রে ১৬৬ জনের মধ্য অনুপস্থিত ১৬ জন, দশমিনা উপজেলায় ১টি কেন্দ্রে ৭০ জনের মধ্যে অনুপস্থিত ৩ জন, দুমকি উপজেলায় ২টি কেন্দ্রে ২৭৯ জনের মধ্যে অনুপস্থিত ৩ জন ও রাঙ্গাবালী উপজেলায় ১টি কেন্দ্রে ৬০ জন পরীক্ষার্থীর মধ্যে ৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে।
এইচএসসি পরীক্ষা নকলমুক্ত, সুষ্ঠ ও শান্তিপূর্নভাবে সম্পন্ন করার জন্য জেলা প্রশাসক মোঃ নুর কুতুবুল আলম এর নেতৃত্বে একটিসহ পাঁচটি ভিজিলেন্স টিম গঠনসহ প্রয়োজনীয় সংখ্যক আইন শৃংঙ্খলা বাহিনীর সদস্য নিয়োগ করা হয়েছে। কোন বহিষ্কার নাই।