1. info@www.southbdnews24.com : 𝐒𝐨𝐮𝐭𝐡 𝐁𝐃 𝐍𝐞𝐰𝐬 𝟐𝟒 :
শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ১২:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
বরগুনায় দীর্ঘ ২১ বছর পরে প্রেমের টানে ছুটে আসা ডেনিশ নারীর পূর্ণতা দিল প্রেমিক মান্নু ইন্দুরকানীতে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা সম্পন্ন সাংবাদিককে হুমকির প্রতিবাদে বাউফলে কর্মরত সাংবাদিকদের মানববন্ধন ও প্রতিবাদ পটুয়াখালীতে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষা শুরু; ১ম দিনে ৫১৩ জন অনুপস্থিত ; বহিষ্কার-১ বাউফলে বাজার দখলকে কেন্দ্র করে সং*ঘ*র্ষ; আ*হ*ত -১০ ঈগল-৫ লঞ্চ থেকে মেঘনা নদীতে পরে যাওয়া বাউফলের যাত্রীর লা*শ উদ্ধার পরীক্ষার্থী মেয়েকে নিয়ে কেন্দ্রে যাচ্ছিলেন শিক্ষক বাবা, হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যু পটুয়াখালীতে ৭৫ পিছ ই*য়া*বাসহ এক মা*দক ব্যবসায়ী গ্রে*ফতা*র পটুয়াখালীতে ৭ দফা দাবীতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ান কল্যান সমিতির শান্তিপূর্ণ সমাবেশ ও মানববন্ধন বাউফলের এক হ*ত্যা মামলায় ২৩ জনের যাবজ্জীবন কা*রাদ*ণ্ড

পটুয়াখালী আহসানিয়া ইলেট্রনিক্স থেকে ওয়ালটন ফ্রিজ কিনে গরু পেলেন নিলুফা বেগম

জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ
  • প্রকাশিত: শুক্রবার, ১৪ জুন, ২০২৪
  • ২৬৬ বার পড়া হয়েছে

জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ পটুয়াখালীতে ৩৪,৪০০ টাকা দামের ওয়ালট ফ্রিজ কিনে ৪১ হাজার টাকা মূল্যের একটি গরু পেলেন ক্রেতা নিলুফা বেগম।

জানা গেছে, পটুয়াখালী জেলা শহরের পোস্ট অফিস সরকস্থ আহসানিয়া ইলেকট্রনিক্স ওয়ালটন এক্সক্লুসিভ শো-রুম থেকে ১০ জুন সোমবার পটুয়াখালী জেলার দুমকি উপজেলার নলদোয়ানী গ্রামে বিধবা নিলুফা বেগম ৩৪,৪০০ টাকা দামের ওয়ালটন কোম্পানীর মডেল – WFB 1G0 GDE 2 ফ্রিজ ৩৪,৪০০ টাকায় ক্রয় করেন। এ সময় তার জামাতা কামরুল ইসলামও ২৭,৮০০ টাকা দামের মডেল WFD-1B6 GDEH ওয়ালটন ফ্রিজ ক্রয় করেন। উক্ত ফ্রিজ ক্রয়ের সময় আহসানিয়া ইলেকট্রনিক থেকে ফ্রিজ এর সাথে দেয়া কুপন স্ক্যাচ ঘষে কোরবানী উপলক্ষে ঘোষিত ফ্রি অফার গরু লেখা দেখতে পায় ক্রেতা নিলুফা বেগম। পরে আহসানিয়া ইলেকট্রনিক প্রতিষ্ঠানের ম্যানেজার প্রতিষ্ঠানের মালিক পক্ষকে অবহিত করেন। মালিক পক্ষ আজ শুক্রবার ৪১ হাজার দামের একটি গাভী গরু ক্রয় করে বিকেল ৫ টায় গরু হস্তান্তর করা হয়। অতিথি হিসেবে নিলুফার হাতে গরু তুলে দেন পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট এ. টি. এম মোজাম্মেল হোসেন তপন।

এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ম্যানেজার মো. মাহবুবুর রহমান, অফিসার সাগর পাল, মার্কেটিং অফিসার মো. ফজলুর রহমান, স্টাফ চাঁদনি বেগম, নিলুফা বেগমের জামাতা কামরুল ইসলাম ও কামরুল ইসলামের বাবা মো. আবুল কালাম। জামাতা কামরুল ইসলামও স্ক্যাচ ঘষে ১০ পার্সেন্ট ছাড় পেয়েছে। নিলুফা বেগম খুব খুশী হয়ে জানান, গরুটি জামাই কামরুল ইসলামকে দিয়ে দিবো।

এছাড়াও আহসানিয়া ইলেকট্রনিক্স এর ম্যানেজার জানান, কোরবানী উপলক্ষে ওয়ালটন ফ্রিজ, এসি কিংবা টেলিভিশন কিনলে ক্রেতাকে একটি গরু কিংবা একটি খাসী ফ্রি দেয়া হয়। আরও আছে ২০%, ১৫%, ১০% নগদ মূল্যছাড় এবং ৩ হাজার টাকা নিশ্চিত উপহার দেয়া। তিনি আহসানিয়া ইলেকট্রনিক্স দোকান থেকে ওয়ালটন ফ্রিজ, এসি কিংবা টেলিভিশন ক্রয় করে উল্লেখিত উপহার প্রাপ্তির আহবান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট