1. info@www.southbdnews24.com : 𝐒𝐨𝐮𝐭𝐡 𝐁𝐃 𝐍𝐞𝐰𝐬 𝟐𝟒 :
শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ১১:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
ফি*লি*স্তিনে ই*সরা*ইল কর্তৃক গ*ণহ*ত্যার প্রতি*বাদে পটুয়াখালীতে দশ সহাস্রাধিক মুসুল্লিদের বি*ক্ষো*ভ বরগুনায় দীর্ঘ ২১ বছর পরে প্রেমের টানে ছুটে আসা ডেনিশ নারীর পূর্ণতা দিল প্রেমিক মান্নু ইন্দুরকানীতে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা সম্পন্ন সাংবাদিককে হুমকির প্রতিবাদে বাউফলে কর্মরত সাংবাদিকদের মানববন্ধন ও প্রতিবাদ পটুয়াখালীতে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষা শুরু; ১ম দিনে ৫১৩ জন অনুপস্থিত ; বহিষ্কার-১ বাউফলে বাজার দখলকে কেন্দ্র করে সং*ঘ*র্ষ; আ*হ*ত -১০ ঈগল-৫ লঞ্চ থেকে মেঘনা নদীতে পরে যাওয়া বাউফলের যাত্রীর লা*শ উদ্ধার পরীক্ষার্থী মেয়েকে নিয়ে কেন্দ্রে যাচ্ছিলেন শিক্ষক বাবা, হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যু পটুয়াখালীতে ৭৫ পিছ ই*য়া*বাসহ এক মা*দক ব্যবসায়ী গ্রে*ফতা*র পটুয়াখালীতে ৭ দফা দাবীতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ান কল্যান সমিতির শান্তিপূর্ণ সমাবেশ ও মানববন্ধন

দুমকীতে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার গলায় ফাঁসে মৃত্যু

মো. রিয়াজুল ইসলাম, পটুয়াখালীঃ
  • প্রকাশিত: বুধবার, ১২ জুন, ২০২৪
  • ১৭৫ বার পড়া হয়েছে

মো: রিয়াজুল ইসলাম, পটুয়াখালী: গলায় ফাঁস লাগিয়ে আম গাছের ডালে ঝুলে পটুয়াখালীর দুমকীতে আত্মহত্যা করেছেন ৬ সন্তানের জননী ও মানসিক ভারসাম্যহীন হাসিনা বেগম নামের ষাটোর্ধ এক বৃদ্ধা। এতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বুধবার (১২ জুন) ভোর ৫টার দিকে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত হাসিনা বেগম দুমকী গ্রামের মৃত. মহসিন খানের স্ত্রী।

জানা যায়, উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মহসীন খান মারা যাওয়ার পরে তার স্ত্রী হাসিনা বেগম ব্রেইন স্ট্রোক করে ভারসাম্য হারিয়ে ফেলেন।

প্রত্যক্ষদর্শী প্রতিবেশী কামাল হোসেন বলেন, “ঘটনার দিন খুব ভোরে আমি বাড়ির পেছনে ক্ষেতে গরু চড়াতে গিয়ে আম গাছে কিছু একটা ঝুলতে দেখে চিৎকার দেই। পরে বাড়ির লোকজন এসে নিহত অবস্থায় হাসিনা বেগমকে এবং আম গাছের গোড়া থেকে একটি টর্চ লাইট, একটি বেতের লাঠি ও এক জোড়া জুতা উদ্ধার করা হয়।” নিহতের জামাতা মো. আল আমিন জানান, “তার বাসায় বেড়াতে গিয়েও তার শ্বাশুড়ি অসংলগ্ন কথাবার্তা ও আচরন করতেন।”

নিহতের ডায়বেটিস, প্রেসার, স্ট্রোকজনিত জ্বালা-যন্ত্রণাসহ মানসিক ভারসাম্যহীনতা ছিলো উল্লেখ করে অপর এক প্রতিবেশী মো. হাসান বলেন, তার ছেলে, ছেলের বৌ এবং মেয়েরা কেউ কাছে ছিল না বিধায় মানসিক যন্ত্রণা কাজ করছে। ফলে এ ঘটনা ঘটাতে পারেন বলে ধারণা করেন তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দুমকী থানার ওসি (তদন্ত) মো. শফিউর রহমান বলেন, “এ ঘটনায় দুমকী থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে এবং পরিবারের সদস্যদের লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট