1. info@www.southbdnews24.com : 𝐒𝐨𝐮𝐭𝐡 𝐁𝐃 𝐍𝐞𝐰𝐬 𝟐𝟒 :
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৫:০০ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলায় ধ্বংস করা হয়েছে প্রায় ৯ কোটি টাকার ইয়াবা ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী সদর উপজেলা কমিটির পরিচিতি সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত পটুয়াখালীতে ডাঃ আজাদের বিরুদ্ধে সাময়িক বরখাস্ত প্রত্যাহার না করলে স্বাস্থ্যসেবা বন্ধের হুশিয়ারি বন্দোবস্ত পাওয়ার পঁচিশ বছরেও জমি দখলে যেতে পারেনি ভূমিহীন তিনটি পরিবার পিরোজপুরে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ পৌর শাখার আংশিক কমিটি ঘোষণা পবিপ্রবির ছাত্র আশিকের অকাল মৃত্যু: চিকিৎসায় অবহেলার অভিযোগে তদন্ত কমিটি, শিক্ষার্থীদের ক্ষোভ বাউফলে ভাড়াটিয়ার দোকান তালা দেওয়া সহ ভাড়া উত্তোলনের অভিযোগ পিরোজপুরে বর্ষবরণে ১০১ ধরনের দেশীয় ফল-পিঠার বর্ণিল আয়োজন বাউফলে ভাঙাচুরা রাস্তাঘাট দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন ভোলায় ৫ বছরের শি*শু ধ*র্ষ*ণ মামলার আসামী গ্রে*ফতা*র

জমি দখলের অভিযোগে উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী চিন্ময় বনিক সুমন এর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

মু. হেলাল আহম্মেদ (রিপন), পটুয়াখালীঃ
  • প্রকাশিত: শুক্রবার, ৭ জুন, ২০২৪
  • ১৬৭ বার পড়া হয়েছে

মু. হেলাল আহম্মেদ রিপন, পটুয়াখালীঃ পটুয়াখালী সদর উপজেলার ভাইস চেয়ারম্যান প্রার্থী চিন্ময় বনিক সুমন (টিউবওয়েল প্রতীক) এর বিরুদ্ধে পটুয়াখালী জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে তার আপন বড় কাকা রিন্টু বনিক (৭০) সহ পরিবার বর্গ।

গতকাল ৬ জুন বৃহস্পতিবার রাত ৮ টার সময় নিজ জমি থেকে বঞ্চিত আপন বড় কাকা রিন্টু বনিক স্বপরিবার নিয়ে পটুয়াখালী জেলা প্রেসক্লাবে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী চিন্ময় বনিক সুমন এর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে চিন্ময় বণিক এর কাকা রিন্টু বনিক আবেগ তাড়িত কন্ঠে তার ও তার পরিবারের উপরে অমানবিক ও বর্বরোচিত নিষ্ঠুরতার বিবরণ দিয়ে বলেন, পৈত্রিক সূত্রে প্রাপ্ত তার সম্পত্তির কোন অংশই তাদেরকে বুঝিয়ে দিচ্ছেনা চিন্ময়। উল্টো তাদের বিরুদ্ধে মিথ্যে মামলা দিয়ে তাদের অধিকার থেকে বঞ্চিত করছে। এসময় তিনি আরো উল্লেখ করে বলেন, বিগত তিন দিন আগে এসিল্যান্ড অফিসে মামলা সংক্রান্ত শুনানিকালে তিনজন আইনজীবীর সম্মুখে তাদের পরিবারকে প্রাণ নাশের হুমকি প্রদান সহ তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করে হয়রানি করবেন বলে জানান। তিনি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলে স্বপরিবারে চিরতরে পটুয়াখালী শহর ছাড়া করবেন বলে জানান। তাই তার কাকাতো ভাইয়ের স্ত্রী পটুয়াখালী সদর উপজেলার মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সকল ধর্মের মানুষের কাছে এই অসহায় বঞ্চিত নিপীড়িত পরিবারের কথা ভেবে মানবিক দৃষ্টিকোণ থেকে ভেবে দেখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। তাহলে হয়তো বা তাদের অধিকার ফিরে পাওয়ার সম্ভাবনা থাকবে।

এ ব্যপারে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী চিন্ময় বনিক সুমন ঘটনার বরাত দিয়ে বলেন, “আমার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। আমি কোন হুমকি ধামকি দেইনি। এটা তৃতীয় পক্ষের কোন গভীর ষড়যন্ত্র হতে পারে।” আপন কাকার জমি হাতিয়ে নেয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “আমার কাছে ৪৮ বছরের ট্রেড লাইসেন্সসহ সকল কাগজপত্র আছে। আমরা কারো জমি জবর দখল করে রাখিনি।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট