সাউথ বিডি নিউজ ২৪ ডেস্কঃ দেশব্যাপী চলছে মাঝারি থেকে তীব্র দাবদাহ। এর মধ্যেই দফায় দফায় হিট অ্যালার্টের মেয়াদ বাড়াচ্ছে আবহাওয়া অফিস। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) থেকে পরবর্তী ৭২ ঘণ্টা (৩ দিন) তাপপ্রবাহ চলমান থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়াবিদ মো. শাহিনুল ইসলাম এর স্বাক্ষর করা এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, আপাতত সারাদেশে বৃষ্টি হয়ে তাপপ্রবাহ দূর হওয়ার কোনো সম্ভাবনা নেই। তবে অস্থায়ীভাবে দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে।