ষ্টাফ রিপোর্টারঃ র্যাব-৮, বরিশাল এবং র্যাব-৪, সিপিসি-২, সাভার এর একটি যৌথ আভিযানিক দল গত ২০ মার্চ ২০২৪ ইং তারিখ সময় আনুমানিক রাত ৯ টা ৩০ ঘটিকায় ঢাকা জেলার আশুলিয়া থানাথীন বাইপাইল এলাকা থেকে পিরোজপুর জেলার চাঞ্চল্যকর শিশু ধর্ষণ মামলার প্রধান আসামী মোঃ হৃদয় (২৪), পিতা-মোঃ ফরাদ, মাতা-মোসাঃ আছমা বেগম, সাং-কালাইয়া, থানা-বাউফল, জেলা-পটুয়াখালী’কে গ্রেফতার করে।
ঘটনার বিবরণে জানা যায়, ভিকটিম ১৪ বছর বয়সী অষ্টম শ্রেণীর একজন শিক্ষার্থী। আসামী হৃদয় প্রায় সময়ই তাকে স্কুলে যাওয়া-আসার সময় উত্যক্ত করা সহ প্রেম-ভালোবাসা ও বিয়ের প্রস্তাব দিয়ে আসছিলো। বিষয়টি সে তার পরিবারের সদস্যদের জানালে তারা আসামী হৃদয়কে ডেকে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করলে হৃদয় অত্যন্ত ক্ষীপ্ত হয়ে নানা রকম ভয়-ভীতি প্রদর্শণ করে। এরই ধারাবাহিকতায় গত ২৫ মার্চ, ২০২৪ইং তারিখ ভিকটিম প্রতিদিনের ন্যায় প্রাইভেট পড়ার জন্য বাহির হয়। পরবর্তীতে সে যথাসময়ে ফিরে না আসলে পরিবারের সদস্যরা সম্ভাব্য সকল স্থানে তাকে খোঁজাখুজি করে না পেয়ে থানায় একটি নিঁখোজ সংক্রান্ত জিডি করে। পরবর্তীতে নেছারাবাদ থানা পুলিশ তাকে পটুয়াখালী জেলার বাউফল থানা এলাকা হতে উদ্ধার করে। পরবর্তীতে ভিকটিমকে জিজ্ঞাসাবাদে সে জানায় যে, আসামী হৃদয় তাকে তার স্কুলের সামনে থেকে মুখ চেপে ধরে অটোরিক্সাযোগে অপহরণ করে তার নিজ বাড়িতে নিয়ে গিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোড়পূর্বক ধর্ষণ করেছে। এ বিষয়ে ভিকটিমের পরিবার আসামীর বিরুদ্ধে পিরোজপুর জেলার নেছারাবাদ থানায় একটি মামলা দায়ের করে (মামলা নং-১০, তাং-২৭/০৩/২০২৪ইং, ধারাঃ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী-২০০৩) এর ৯(১)/৭/৩০)।
গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পিরোজপুর জেলার নেছারাবাদ থানায় হস্তান্তর করা হয়েছে।