মু. জিল্লুর রহমান জুয়েল, গলাচিপা, পটুয়াখালীঃ পটুয়াখালীর গলাচিপায় তিন বাহিনী ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে ১৪ লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস করেছে নৌবাহিনী, নৌ পুলিশ ও পটুয়াখালী র্যাব -৮।
তথ্য সূত্রে জানা যায়, জাটকা ও ইলিশ সংরক্ষণ কর্মসূচী কার্যক্রমে পটুয়াখালী জেলার তেতুলিয়া নদী ও ভোলা জেলার চরবেদুরিয়া থেকে চররুস্তম পর্যন্ত এলাকায় ইলিশ অভয়ারণ্য ঘোষনা করেন মৎস্য অধিদপ্তর। সে অনুযায়ী ৪ এপ্রিল (বৃহস্পতিবার) ২০২৪ ইং বেলা এগারোটা থেকে বিকেল সারে পাঁচটা পর্যন্ত ইলিশ অভয়ারণ্য এলাকায় এ অভিযান পরিচালনা করেন। এ সময়ে ১৪ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জালসহ ৩০ জন জেলেকে আটক করা হয়। গলাচিপায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিট্রেট মোঃ জিয়াউল হাসান সৌরভ। এসময়ে ২১ জন জেলেকে ৫ হাজার টাকা জরিমানা এবং ৯ জন অপ্রাপ্ত হওয়ায় মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।
অভিযানে উপস্থিত ছিলেন, পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম, পটুয়াখালী র্যাব -৮ এর কোম্পানি অধিনায়ক মেজর মোঃ সোহেল রানা, গলাচিপা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ জহিরুন্নবী, রাঙ্গাবালী মৎস্য দপ্তর ও দশমিনা নৌ পুলিশ অভিযানে সহায়তা করেন।
এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম বলেন, ইলিশসহ নদী-সাগরের আমাদের দেশের রুপালী সম্পদ রক্ষায় এবং অভয়ারণ্য এলাকায় বাংলাদেশ সরকারের মৎস্য অধিদপ্তর নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সে অনুযায়ী আমাদের অভিযান অব্যাহত থাকবে, এবং আইন অমান্যকারীদের আইনের আওতায় আনা হবে। আমরা আশা করি, দেশের রুপালী সম্পদ রক্ষায় সকল সুশীল নাগরিক আমাদের সার্বিকভাবে সহায়তা করবেন।