মো. রিয়াজুল ইসলাম, পটুয়াখালী: বাবা ও বড় ছেলে মিলে নিজেদের গাছের ডাল কাটতে গিয়ে পটুয়াখালীর দুমকীতে মো. বাসেত হাওলাদার(৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারী) দুপুর ১টার দিকে উপজেলার উত্তর মুরাদিয়া গ্রামের কদমতলা ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বাসেত হাওলাদার উপজেলার উত্তর মুরাদিয়া গ্রামের মরহুম ইসমাইল হাওলাদারের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে নিহতের বড় ছেলে তরিকুল বাড়ির বসতঘরের পেছনে ডোবার পাড়ে নিজেদের গাছের ডাল কাটা প্রায় শেষ হলে নিচে নেমে আসেন। পরে বাবা ও ছেলে মিলে ডাল নামাতে দড়িতে টান দেন। হঠাৎ ডাল ছুটে এসে বাসেত হাওলাদারের মাথায় আঘাত লাগে। এ সময় শব্দ শুনতে পান পরিবারের স্বজনরা। পরে স্বজন ও স্থানীয়রা গুরুতর অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) তারেক মোহাম্মদ হান্নান সাউথ বিডি নিউজ ২৪ কে জানান, এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে। স্বজনদের কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।