1. info@www.southbdnews24.com : 𝐒𝐨𝐮𝐭𝐡 𝐁𝐃 𝐍𝐞𝐰𝐬 𝟐𝟒 :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১২:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাউফলে ৫০০ পিস ইয়াবাসহ গ্রেফতার-১ গৌরনদীতে সাবেক সেনা সদস্যদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ভোলায় ধ্বংস করা হয়েছে প্রায় ৯ কোটি টাকার ইয়াবা ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী সদর উপজেলা কমিটির পরিচিতি সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত পটুয়াখালীতে ডাঃ আজাদের বিরুদ্ধে সাময়িক বরখাস্ত প্রত্যাহার না করলে স্বাস্থ্যসেবা বন্ধের হুশিয়ারি বন্দোবস্ত পাওয়ার পঁচিশ বছরেও জমি দখলে যেতে পারেনি ভূমিহীন তিনটি পরিবার পিরোজপুরে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ পৌর শাখার আংশিক কমিটি ঘোষণা পবিপ্রবির ছাত্র আশিকের অকাল মৃত্যু: চিকিৎসায় অবহেলার অভিযোগে তদন্ত কমিটি, শিক্ষার্থীদের ক্ষোভ বাউফলে ভাড়াটিয়ার দোকান তালা দেওয়া সহ ভাড়া উত্তোলনের অভিযোগ পিরোজপুরে বর্ষবরণে ১০১ ধরনের দেশীয় ফল-পিঠার বর্ণিল আয়োজন

পৌরসভা নির্বাচনে পটুয়াখালীতে দুই মেয়রসহ চার প্রার্থীর মনোনয়ন বাতিল

পটুয়াখালী প্রতিনিধিঃ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮৯৬ বার পড়া হয়েছে

পটুয়াখালী প্রতিনিধিঃ আসন্ন ৯ মার্চ অনুষ্ঠিতব্য পটুয়াখালী পৌরসভা নির্বাচনে যাচাই বাছাইয়ে ওয়ান পার্সেন্ট ভোটার স্বাক্ষরে ভুল থাকায় দুই মেয়র এবং ঋন খেলাপী ও হলফ নামায় তথ্য গোপন করার কারনে দুই কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা খান আবি শাহানুর খান।

বৃহস্পতিবার বেলা ১১ টায় জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় মিলনায়তনে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী প্রস্তাবকারী এবং সমর্থনকারীদের উপস্থিতিতে যাচাই বাছাই অনুষ্ঠিত হয়। এসময় ৬ জন মেয়র প্রার্থীর মধ্যে প্রদত্ত ভোটার তালিকায় অসঙ্গতি পাওয়ায় মারর্জিয়া আক্তার সুমি ও মো. এনায়েত হোসেনের মনোনয়ন বাতিল করা হয়। এছাড়া বর্তমান মেয়র মহিউদ্দিন আহম্মেদ, সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. শফিকুল ইসলাম, আবুল কালাম আজাদ এবং নাসির উদ্দিন খানের মনোনয়ন বৈধ ঘোষনা করা হয়। কাউন্সিলর পদে ৪৩ জন প্রার্থীর মধ্যে ঋন খেলাপী হওয়ায় ১ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর নিজামুল হক এবং হলফ নামায় তথ্য গোপন করায় ২ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আল-আমিনের মনোনয়ন বাতিল করা হয়েছে। সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী ১৫ জনের সকলের মনোনয়ন বৈধ ঘোষনা হয়েছে।

বাতিলকৃত মেয়র প্রার্থী মার্জিয়া আক্তার সুমি বলেন, “আমার মনোনয়ন বাতিল হয়েছে, আমি নির্বাচন করবোনা। বর্তমান মেয়র মহিউদ্দিন আহম্মেদ আমার স্বামী, তার মনোনয়ন বৈধ হয়েছে। তিনি নির্বাচন করবেন, আমি তাকেই সমর্থন করবো।” মো. এনায়েত হোসেনের বলেন, “এন আইডির একটি সংখ্যায় গরমিল হয়েছে। এবিষয়ে আমি অবশ্যই আপিল করবো।”

উল্লেখ্য, পটুয়াখালী পৌরসভার ৯ টি ওয়ার্ডে মোট ৫০,৬৯৯ জন ভোটার রয়েছেন। আগামী ৯ মার্চ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট