1. info@www.southbdnews24.com : 𝐒𝐨𝐮𝐭𝐡 𝐁𝐃 𝐍𝐞𝐰𝐬 𝟐𝟒 :
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৬:৫৭ অপরাহ্ন
সর্বশেষ :
গৌরনদীতে সাবেক সেনা সদস্যদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ভোলায় ধ্বংস করা হয়েছে প্রায় ৯ কোটি টাকার ইয়াবা ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী সদর উপজেলা কমিটির পরিচিতি সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত পটুয়াখালীতে ডাঃ আজাদের বিরুদ্ধে সাময়িক বরখাস্ত প্রত্যাহার না করলে স্বাস্থ্যসেবা বন্ধের হুশিয়ারি বন্দোবস্ত পাওয়ার পঁচিশ বছরেও জমি দখলে যেতে পারেনি ভূমিহীন তিনটি পরিবার পিরোজপুরে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ পৌর শাখার আংশিক কমিটি ঘোষণা পবিপ্রবির ছাত্র আশিকের অকাল মৃত্যু: চিকিৎসায় অবহেলার অভিযোগে তদন্ত কমিটি, শিক্ষার্থীদের ক্ষোভ বাউফলে ভাড়াটিয়ার দোকান তালা দেওয়া সহ ভাড়া উত্তোলনের অভিযোগ পিরোজপুরে বর্ষবরণে ১০১ ধরনের দেশীয় ফল-পিঠার বর্ণিল আয়োজন বাউফলে ভাঙাচুরা রাস্তাঘাট দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন

পটুয়াখালীতে চোরাই ব্যাটারি ও মিশুকসহ ডিবির জালে আটক-২

মো. রিয়াজুল ইসলাম, পটুয়াখালীঃ
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮৬২ বার পড়া হয়েছে

মো. রিয়াজুল ইসলাম, পটুয়াখালী: পটুয়াখালীর কলাতলা এলাকা থেকে চোরাইকৃত ৪টি ব্যাটারি ও একটি মিশুক গাড়িসহ দুই যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে ওই এলাকা থেকে মোঃ মহাসিন খান (২৩) ও মোঃ ওমর ফারুক ওরফে সাগরকে (২৪) আটক করা হয়।

আটক মহসিন জেলার আউলিয়াপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ছোট আউলিয়াপুর এলাকার মো. সেলিম খানের ছেলে এবং ওমর ফারুক সাগর আউলিয়াপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মোঃ জলিল ডাক্তারের ছেলে।

গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, একটি ব্যাটারী চালিত মিশুক গাড়ীতে চোরাই ব্যাটারী বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই(নিঃ)/সঞ্জীব কুমার সরকার, সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ পটুয়াখালী পৌরসভার ৮নং ওয়ার্ডের কলাতলা এলাকায় অভিযান পরিচালনা করেন। সেখানে বাবরী মসজিদ সংলগ্ন মোঃ আলম মীরা’র ভাঙ্গারীর দোকানের সামনে থেকে মহাসিন খান ও ওমর ফারুক ওরফে সাগর নামে ২ যুবকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে কমলা রংয়ের চারটি 250 AH ব্যাটারী এবং একটি মিশুক গাড়ি উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদা সাউথ বিডি নিউজ ২৪ কে বলেন, ধৃত আসামীর বিরুদ্ধে পটুয়াখালী থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন। তিনি আরও বলেন, আমরা এসব চোরচক্র নির্মূলে আমরা বদ্ধপরিকর।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট