ষ্টাফ রিপোর্টার, পটুয়াখালীঃ আসছে ৯ মার্চ অনুষ্ঠিতব্য পটুয়াখালী পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী সাবেক মেয়র জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডাঃ মোঃ শফিকুল ইসলামকে জেলা আওয়ামী লীগের সমর্থন ঘোষনা করা হয়েছে।
শনিবার রাত ৮ টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা আওয়ামী লীগ কমিটি এক জরুরী সভা করে আনুষ্ঠানিকভাবে সাবেক মেয়র ডাঃ মোঃ শফিকুল ইসলামকে মেয়র প্রার্থী হিসাবে সর্বসম্মতিক্রমে সমর্থন ঘোষনা করেন সভার সভাপতি জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর সাথে আলাপ-আলোচনা করে সময় ও কালক্ষেপন না করে জরুরী সভা আহবান করা হয় এবং বিগত নির্বাচনের অভিজ্ঞতার আলোকে ডাঃ মোঃ শফিকুল ইসলামকে সর্বসম্মতিতে মেয়র পদে নির্বাচনের জন্য সমর্থন করা হয়েছে। তার জন্য সবাই এক একজন ডাঃ শফিক হয়ে কাজ করার জন্য নেতা-কর্মীদের আহবান জানান জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর।
এ ঘোষনার পর মেয়র প্রার্থী ডাঃ শফিকুল ইসলাম জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযাদ্ধা ভিপি আব্দুল মান্নানকে তার ও তার পরিবারের সকল সদস্যদের পক্ষে অভিনন্দন জানান।
এ নির্বাচনে মেয়র পদে নির্বাচন লড়াইয়ে মাঠে থেকে ওয়ার্ডে ওয়ার্ডে উঠান বৈঠক করছেন-বর্তমান মেয়র দি-পটুয়াখালী চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি মহিউদ্দিন আহম্মেদ। এছাড়াও মেয়র পদে নির্বাচন করার ঘোষনা দিয়ে গণসংযোগসহ পোস্টার, ব্যানার ও ক্যালেন্ডার টানিয়ে দোয়া চেয়েছেন পটুয়াখালী পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ও পানজা বিড়ি লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মো. মনিরুজ্জামান খান, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ও দি-পটুয়াখালী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক মো. এনায়েত হোসেন, পৌর আওয়ামী লীগের সদস্য জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও দি-চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্টির পরিচালক ওমর ফারুক মোঃ ইকবাল হোসেন ভুঁইয়া।
এছাড়াও পটুয়াখালী পৌরসভার নির্বাচনে সংরক্ষিত ৩টি ও সাধারণ ৯ টি ওয়ার্ডের কাউন্সিলর পদে অর্ধশতাধিক সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী গণসংযোগ করে প্রার্থী হিসাবে দোয়া প্রার্থনা করছেন।
নির্বাচন কমিশন কর্তৃক স্থানীয় সরকার (পৌরসভা) নির্বাচন বিধিমালা ২০১০ এর বিধি ১০ অনুযায়ী পটুয়াখালী পৌরসভার মেয়র, সংরক্ষিত আসনের কাউন্সিলর এবং সাধারণ আসনের কাউন্সিলর পদে নির্বাচনের লক্ষ্যে গত ২৩ জানুয়ারী ২০২৪ তারিখের গণবিজ্ঞপ্তি মোতাবেক পটুয়াখালী পৌরসভায় ১৩ ফেব্রুয়ারী মঙ্গলবার রিটার্নিং অফিসার অথবা সহকারী রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ নির্ধারন করা হয়েছে। ১৫ ফেব্রুয়ারী বৃহষ্পতিবার মনোনয়নপত্র বাছাই, ১৬-১৮ ফেব্রুয়ারী মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল এবং ১৯-২০ ফেব্রুয়ারী আপিল নিষ্পত্তি, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২২ ফেব্রুয়ারী বৃহষ্পতিবার, ২৩ ফেব্রুয়ারী প্রতীক বরাদ্দ, ৯ মার্চ সকাল ৮ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে বলে জানান রিটার্নিং অফিসার সিনিয়র জেলা নির্বাচন অফিসার খান আবি শাহানুর খান।
পটুয়াখালী পৌরসভায় মোট ৫০,৬৯৯ জন ভোটার রয়েছে। এর মধ্যে পুরুষ ভোটার ২৩,৯৪৭ জন ও মহিলা ভোটার ২৬,৭৫০ জন এবং দুইটি হিজরা ভোটার রয়েছে।