1. info@www.southbdnews24.com : 𝐒𝐨𝐮𝐭𝐡 𝐁𝐃 𝐍𝐞𝐰𝐬 𝟐𝟒 :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১২:১২ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাউফলে ৫০০ পিস ইয়াবাসহ গ্রেফতার-১ গৌরনদীতে সাবেক সেনা সদস্যদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ভোলায় ধ্বংস করা হয়েছে প্রায় ৯ কোটি টাকার ইয়াবা ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী সদর উপজেলা কমিটির পরিচিতি সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত পটুয়াখালীতে ডাঃ আজাদের বিরুদ্ধে সাময়িক বরখাস্ত প্রত্যাহার না করলে স্বাস্থ্যসেবা বন্ধের হুশিয়ারি বন্দোবস্ত পাওয়ার পঁচিশ বছরেও জমি দখলে যেতে পারেনি ভূমিহীন তিনটি পরিবার পিরোজপুরে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ পৌর শাখার আংশিক কমিটি ঘোষণা পবিপ্রবির ছাত্র আশিকের অকাল মৃত্যু: চিকিৎসায় অবহেলার অভিযোগে তদন্ত কমিটি, শিক্ষার্থীদের ক্ষোভ বাউফলে ভাড়াটিয়ার দোকান তালা দেওয়া সহ ভাড়া উত্তোলনের অভিযোগ পিরোজপুরে বর্ষবরণে ১০১ ধরনের দেশীয় ফল-পিঠার বর্ণিল আয়োজন

পটুয়াখালী পৌরসভায় সম্ভাব্য প্রার্থী ৬ জন; দ্বারে দ্বারে চাচ্ছেন দোয়া

ষ্টাফ রিপোর্টার, পটুয়াখালীঃ
  • প্রকাশিত: সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪
  • ৭৭৫ বার পড়া হয়েছে

ষ্টাফ রিপোর্টার, পটুয়াখালীঃ আসছে ৯ মার্চ অনুষ্ঠিতব্য পটুয়াখালী পৌরসভা নির্বাচনে বর্তমান মেয়র মহিউদ্দিন আহম্মেদ ও সাবেক মেয়র জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডাঃ মোঃ শফিকুল ইসলামসহ দৃশ্যমান সম্ভাব্য ৬ জন প্রার্থী গণসংযোগ শুরু করেছেন। দলীয় প্রতীক না দেয়ার ঘোষনায় আওয়ামী লীগের একাধিক নেতা মেয়র পদে নির্বাচন করার ঘোষনা দিয়ে গণসংযোগসহ পোস্টার ও ব্যানার টানিয়ে দোয়া চেয়ে প্রার্থীতা ঘোষণা করে পরিচিত হচ্ছেন ভোটারসহ জনসাধারনের কাছে।

নির্বাচন কমিশন কর্তৃক স্থানীয় সরকার (পৌরসভা) নির্বাচন বিধিমালা ২০১০ এর বিধি ১০ অনুযায়ী পটুয়াখালী জেলার পটুয়াখালী পৌরসভার মেয়র, সংরক্ষিত আসনের কাউন্সিলর এবং সাধারণ আসনের কাউন্সিলর পদে নির্বাচনের উদ্দেশ্যে ২৩ জানুয়ারী ২০২৪ তারিখের গণবিজ্ঞপ্তি মোতাবেক পটুয়াখালী পৌরসভায় ১৩ ফেব্রুয়ারী মঙ্গলবার রিটার্নিং অফিসার অথবা সহকারী রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ নির্ধারন করা হয়েছে। ১৫ ফেব্রুয়ারী বৃহষ্পতিবার মনোনয়নপত্র বাছাই, ১৬-১৮ ফেব্রুয়ারী মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল এবং ১৯-২০ ফেব্রুয়ারী আপিল নিষ্পত্তি, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২২ ফেব্রুয়ারী বৃহষ্পতিবার, ২৩ ফেব্রুয়ারী প্রতীক বরাদ্দ, ৯ মার্চ সকাল ৮ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহন হবে বলে জানান রিটার্নিং অফিসার সিনিয়র জেলা নির্বাচন অফিসার খান আবি শাহানুর খান।

পটুয়াখালী পৌরসভায় মোট ভোটার ৫০,৬৯৯ এর মধ্যে পুরুষ ভোটার ২৩,৯৪৭ জন ও মহিলা ভোটার ২৬,৭৫০ এবং দুইটি হিজরা ভোটার রয়েছে।

সম্ভাব্য অন্য ৪ মেয়র প্রার্থী হলেন জেলা আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি মো. রিয়াজ উদ্দিন মৃধা, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি পানজা বিড়ি লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মো. মনিরুজ্জামান খান, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ও দি পটুয়াখালী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক মো. এনায়েত হোসেন, পৌর আওয়ামী লীগের সদস্য, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও দি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্টির পরিচালক ওমর ফারুক মোঃ ইকবাল হোসেন ভুঁইয়া।

এছাড়া পটুয়াখালী পৌরসভার সংরক্ষিত ৩ টি ও সাধারণ ৯ টি ওয়ার্ডে অর্ধশতাধিক সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী দৃশ্যমান। এ সকল প্রার্থীরা ঘরে ঘরে গিয়ে প্রার্থী হওয়ার কথা দিয়ে দোয়া প্রার্থনা করছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট