পটুয়াখালী প্রতিনিধিঃ বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন, পটুয়াখালী জেলা শাখার নব নির্বাচিত কার্যকরী পরিষদের পরিচিতি ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ জানুয়ারী) সকাল ১০টায় জেলা শিশু একাডেমিতে বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন জেলা কমিটির সভাপতি মোঃ মাহতাব উদ্দিনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সেলিনা আক্তারের সঞ্চালনায় পরিচিতি ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ লুৎফর রহমান খান। সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রখেন সাবেক সভাপতি ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ হেদায়েত হোসেন, প্রধান বক্তা ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি মোঃ আক্তার হোসেন, ঢাকা মহানগর শাখার নির্বাহী পরিষদের সাধারন সম্পাদক মোঃ আবুল বাসার শরীফ। আরো বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা শাখার প্রধান উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব গাজী মোঃ মজিবর রহমান, পটুয়াখালী জেলা শাখার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও উপদেষ্টা মোঃ মোকলেছুর রহমান, সিনিয়র সহ-সভাপতি মোঃ সাঈদুর রহমান, কার্যকরী সভাপতি মোঃ সেলিম হোসেন, জেলা নাজির মোঃ রেজাউল করিম, পটুয়াখালী জেলা শাখার দপ্তর সম্পাদক মোঃ কামাল হোসেন, ক্রিড়া সম্পাদক মোঃ মনিরুজ্জামান, অতিরিক্ত সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান ও মোঃ আবুল হাসান প্রমুখ।