মো. রিয়াজুল ইসলাম, পটুয়াখালী: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-১ আসনের জাতীয় পার্টির প্রার্থী এবিএম রুহুল আমীন হাওলাদারের লাঙ্গল মার্কার সর্বশেষ নির্বাচনী সভায় উপচে পড়া জনতার ঢল নামে। বৃহস্পতিবার (৪ জানুয়ারী) বিকেল ৫ টার দিকে উপজেলার বালুর মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহজাহান আকন সেলিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ড. হারুন অর রশীদ হাওলাদার। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আ’লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক উপকমিটির সহসম্পাদক আলী আশরাফ, উপজেলা আ’লীগের সহ-সভাপতি ও পাঙ্গাশিয়া ইউপি চেয়ারম্যান গাজী নজরুল ইসলাম, যুবলীগের সাধারণ সম্পাদক ও লেবুখালি ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম তুহিন, জেলা জাতীয় পার্টি’র ভারপ্রাপ্ত সভাপতি জাফর উল্লাহ হাওলাদার, উপজেলা জাতীয় পার্টি’র সভাপতি ও ভাইস চেয়ারম্যান মাসুদ আল মামুন প্রমুখ।
বক্তারা জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্তকে চূড়ান্ত মনে করে আগামী ৭ তারিখে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যালটের মাধ্যমে লাঙ্গল প্রতীককে বিজয় করার আহবান জানান। এর আগে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে লাঙ্গলের শতশত সমার্থকেরা মিছিল সহকারে সভায় যোগ দেন।