পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালী-১ (সদর-মির্জাগঞ্জ-দুমকি) আসনে জাতীয় পার্টি (জাপা)’র মনোনীত প্রার্থী এবিএম রুহুল আমিন হাওলাদারের সমর্থনে নতুন বাজারস্থ পানজা বিড়ি ফ্যাক্টরীতে পানজা বিড়ি শ্রমিকদের আয়োজনে উঠান বৈঠক গণজোয়ারে পরিনত হয়েছে।
আজ মঙ্গলবার (২ জানুয়ারী) বেলা ১১ টায় পটুয়াখালী জেলা শহরের নতুন বাজার পানজা বিড়ি ফ্যাক্টরীতে ফাক্টরীর এমডি মো. মনিরুজ্জামান খান এর সভাপতিত্বে ও জেলা যুবলীগের সহ-সভাপতি এ্যাড. জাহাঙ্গীর সিকদারের সঞ্চালনায় শ্রমিকদের নিয়ে উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী-১ আসনে আওয়ামী লীগ সমর্থিত জাতীয় পার্টির মনোনীত প্রার্থী পার্টির কো-চেয়ারম্যান সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাডভোকেট সুলতান আহমেদ মৃধা, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, অর্থ সম্পাদক গাজী হাফিজুর রহমান সবির, জেলা জাতীয় পার্টির সভাপতি মো. জাফর উল্লাহ, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সহ- সভাপতি মিরাজুল হক মিন্টু, সদর উপজেলা জাপার সভাপতি কামরুজ্জামান টিপু, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির মাহমুদ সেলিম এবং পানজা বিড়ি ফ্যাক্টরীর শ্রমিক নেতা লক্ষন চন্দ্র।
বৈঠকে প্রধান অতিথি লাঙ্গল মার্কার প্রার্থী এবিএম রুহুল আমিন হাওলাদার শেখ হাসিনার নেতৃত্বে সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য ভোট কেন্দ্রে গিয়ে লাঙ্গল মার্কায় ভোট দেয়ার জন্য ভোটার সাধারনের প্রতি আহবান জানান। তিনি বলেন, “পটুয়াখালী- ১ আসনে নৌকা প্রার্থীকে সরিয়ে আমাকে জোট হিসেবে লাঙ্গল মার্কার প্রার্থী দিয়েছেন, তাই লাঙ্গল মার্কা শেখ হাসিনার। নৌকার সমর্থক ভোটার ভাই, বোন ও মায়েরা ৭ তারিখ সকালে ভোট কেন্দ্রে গিয়ে লাঙ্গলে ভোট দিয়ে এলাকার উন্নয়নে আমাকে সহযোগীতা করবেন।”