পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালী-১ (সদর-মির্জাগঞ্জ-দুমকি) আসনে আওয়ামী লীগ সমর্থিত জাতীয় পার্টির মনোনীত প্রার্থী পার্টির কো-চেয়ারম্যান সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এবিএম রুহুল আমিন হাওলাদারের সমর্থনে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট রিফাত হাসান সজিবের আয়োজনে গণসংযোগ গণজোয়ারে পরিনত হয়েছে।
বৃহষ্পতিবার (২৮ ডিসেম্বর) বেলা ১১ টায় পটুয়াখালী পৌরসভার মোড় থেকে গণসংযোগ শুরু হয়ে লতিফ স্কুল, সবুজবাগ মোড়, কাজীবাড়ি রোড ও তিতাস মোড় হয়ে শেখ রাসেল শিশু পার্ক চত্বরে গিয়ে শেষ হয় লাঙ্গল মার্কার গণসংযোগ।
গণসংযোগে ছিলেন আওয়ামী লীগ সমর্থিত জাতীয় পার্টির মনোনীত প্রার্থী পার্টির কো-চেয়ারম্যান সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট সুলতান আহমেদ মৃধা, সাংগঠনিক সম্পাদক ও সাবেক মেয়র ডাঃ মো. শফিকুল ইসলাম, জেলা জাতীয় পার্টির সভাপতি মো. জাফর উল্লাহ, সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক, যুগ্ম-সাধারন সম্পাদক জাকির মাহমুদ সেলিম, গণসংযোগের আয়োজক জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রিফাত হাসান সজিবসহ আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সহযোগী সংগঠন সমূহের শত শত নেতা কর্মী ও সমর্থক।
গণসংযোগকালে শেখ হাসিনার নেতৃত্বে সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য লাঙ্গল মার্কায় ভোট দেয়ার জন্য ভোটার সাধারণের প্রতি আহবান জানান নেতৃবৃন্দ।