মো. রিয়াজুল ইসলাম, পটুয়াখালী: পটুয়াখালীর দুমকীতে উৎসবমুখর পরিবেশে দুমকী উপজেলা প্রতিনিধির আয়োজনে দৈনিক ইত্তেফাকের ৭১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
রোববার (২৪ ডিসেম্বর) বিকেল ৪ টায় উপজেলার নতুন বাজারে নিউ স্টার চাইনিজ রেস্টুরেন্টে কেক কাটার পর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা প্রতিনিধি অধ্যক্ষ মোঃ জামাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শাহজাহান আকন সেলিম, আঙ্গারিয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সৈয়দ গোলাম মর্তুজা, শ্রীরামপুর ইউপি চেয়ারম্যান আজাহার আলী মৃধা, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন প্রমূখ। সভায় বক্তারা বলেন, স্বাধীনতা সংগ্রামে দৈনিক ইত্তেফাকের ভূমিকা ছিল অপরিসীম।
এসময় দুমকী উপজেলা শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, দুমকী প্রেস ক্লাব, প্রেসক্লাব দুমকী, পবিপ্রবি সাংবাদিক সমিতি ও মফস্বল সাংবাদিক ফোরামের সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।