জিল্লুর রহমান জুয়েল, গলাচিপা, পটুয়াখালীঃ আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ উপলক্ষে নির্বাচন আচরণ বিধি ও আইন শৃঙ্খলা বিষয়ক বিধি প্রতিপালন বিষয়ে পটুয়াখালী ৩ আসনের প্রার্থীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেল সারে তিনটার দিকে গলাচিপা উপজেলা প্রশাসন এর উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ উপলক্ষে নির্বাচনী আচারণ বিধি ও আইন শৃঙ্খলা বিষায়ক বিধি প্রতিপালনের বিষয়ে পটুয়াখালী ৩ আসনের প্রার্থীদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মহিউদ্দিন আল হেলাল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ নূর কুতুবুল আলম, জেলা প্রশাসক ও পটুয়াখালী জেলা রিটার্নিং অফিসার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সাইদুল ইসলাম বিপিএম, পিপিএম, পুলিশ সুপার পটুয়াখালী। খান আবি শাহ নুর খান, সিনিয়র জেলা নির্বাচন অফিসার, পটুয়াখালী, মোঃ শাহিন শাহ, চেয়ারম্যান উপজেলা পরিষদ, গলাচিপা।
এছাড়াও উপস্থিত ছিলেন পটুয়াখালী ৩ আসনের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সকল প্রার্থীগণ, গলাচিপা উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ এবং শিক্ষকবৃন্দসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।
এসময়ে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কমিশনের বিধি ও নীতিমালা না মানার বিষয়ে অনেক প্রার্থীদের বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি ভংঙ্গ করার অভিযোগ পাচ্ছি। বিশেষ করে পটুয়াখালী ৩ আসনে নির্বাচন ভাঙ্গের অভিযোগ বেশি। আমরা নির্বাচন কমিশনের নীতিমালা অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা করছি। কে কোন দলের, এটা দেখার কোন সুযোগ নেই। তাই পরবর্তীতে কোনো প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করার অভিযোগ পেলে, জাতীয় নির্বাচন কমিশনের বিধি ও নীতিমালা অনুযায়ী আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবো।”
পরে প্রধান অতিথি সকলের উদ্দেশ্যে নির্বাচনী আচরণ বিধি মেনে চলে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনা করার অনুরোধ জানিয়ে সকলের মঙ্গল কামনা করে, মতবিনিময় অনুষ্ঠান শেষ করেন।