1. info@www.southbdnews24.com : 𝐒𝐨𝐮𝐭𝐡 𝐁𝐃 𝐍𝐞𝐰𝐬 𝟐𝟒 :
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১১:৫৯ অপরাহ্ন
সর্বশেষ :
বাউফলে ৫০০ পিস ইয়াবাসহ গ্রেফতার-১ গৌরনদীতে সাবেক সেনা সদস্যদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ভোলায় ধ্বংস করা হয়েছে প্রায় ৯ কোটি টাকার ইয়াবা ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী সদর উপজেলা কমিটির পরিচিতি সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত পটুয়াখালীতে ডাঃ আজাদের বিরুদ্ধে সাময়িক বরখাস্ত প্রত্যাহার না করলে স্বাস্থ্যসেবা বন্ধের হুশিয়ারি বন্দোবস্ত পাওয়ার পঁচিশ বছরেও জমি দখলে যেতে পারেনি ভূমিহীন তিনটি পরিবার পিরোজপুরে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ পৌর শাখার আংশিক কমিটি ঘোষণা পবিপ্রবির ছাত্র আশিকের অকাল মৃত্যু: চিকিৎসায় অবহেলার অভিযোগে তদন্ত কমিটি, শিক্ষার্থীদের ক্ষোভ বাউফলে ভাড়াটিয়ার দোকান তালা দেওয়া সহ ভাড়া উত্তোলনের অভিযোগ পিরোজপুরে বর্ষবরণে ১০১ ধরনের দেশীয় ফল-পিঠার বর্ণিল আয়োজন

পটুয়াখালীতে বিভিন্ন আয়োজনে মহান বিজয় দিবস পালিত

জালাল আহমেদ, পটুয়াখালীঃ
  • প্রকাশিত: শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
  • ১৬৫ বার পড়া হয়েছে

জালাল আহমেদ, পটুয়াখালীঃ পটুয়াখালীতে বিভিন্ন আয়োজনে উৎসব মুখর পরিবেশে মহান বিজয় দিবস পালিত হয়েছে।

কর্মসূচীর মধ্যে ছিলো জেলা প্রশাসনের আয়োজনে প্রত্যুষে ডিসি স্কয়ারে একত্রিশবার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনার পর সকাল ৬.৪৫ মিঃ সময়ে বঙ্গবন্ধু ম্যুরাল ও শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পন করে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন। সকাল ৭.৪৫ মিঃ সময় সার্কিট হাউজ হতে এ্যাডভোকেট আবুল কাশেম স্টেডিয়াম পর্যন্ত বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়। র‍্যালী শেষে সকাল ৮.৩০ মিনিটের সময় স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. সাইদুল ইসলামসহ নেতৃবৃন্দ।

৮.৪০ মিনিটে শুরু হয় বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ পুলুশ, কারারক্ষী, আনসার ও ভিডিপি, বিএনসিসি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বাংলাদেশ স্কাউটস বাদল দল, রোভার স্কাউটস, গার্লস গাইড, জেলা সদরের প্রাথমিক বিদয়ালয়, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা, কলেজসহ বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান এবং শিশু-কিশোর সংগঠনের অংশগ্রহনে কুচকাওয়াজ ও মনোমুগ্ধকর ডিসপ্লে।

এছাড়াও ডিসি স্কয়ারে ছাত্র- ছাত্রীদের জন্য মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ও প্রমান্যচিত্র প্রদর্শন, বাদ জোহর মন্দির, গির্জা ও প্যাগোডায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠান, দুপুরে হাসপাতাল, জেলখানা, এতিমখানা, শিশু পরিবার, বৃদ্ধাশ্রমে উন্নতমানের খাবার পরিবেশন, বিকাল ৩ টায় মহিলা ক্রীড়া সংস্থা মাঠে মহিলাদের অংশগ্রহনে মুক্তিযুদ্ধ ভিত্তিক আলোচনা সভা ও ক্রীড়া অনুষ্ঠান, বিকাল ৩.৩০ মিঃ স্টেডিয়ামে লালদল বনাম সবুজদলের প্রীতি ফুটবল প্রতিযোগীতা, বিকাল ৪ টায় একই স্থানে জেলা পরিষদ একাদশ বনাম পৌরসভা একাদশের মধ্যে ফুটবল প্রতিযোগীতা, সন্ধ্যা ৫.৩০ মিঃ ডিসি স্কয়ারে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে মুক্তিযুদ্ধের আদর্শ, চেতনা ধারন ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার এবং বিজয় দিবসের তাৎপর্য” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সন্ধ্যা ৭ টায় ডিসি স্কয়ারে সাংস্কৃতিক অনুষ্ঠান, শহরের প্রধান প্রধান সড়ক ও বিভিন্ন স্থাপনাসমূহে জাতীয় পতাকাসহ বিভিন্ন রঙিন পতাকা ও প্লাকার্ড, ফেস্টুন দ্বারা সজ্জিত করা হয় এবং আলোকসজ্জায় সজ্জিত করা হয় গুরুত্বপুর্ন বিভিন্ন সড়ক ও ভবন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট