1. info@www.southbdnews24.com : 𝐒𝐨𝐮𝐭𝐡 𝐁𝐃 𝐍𝐞𝐰𝐬 𝟐𝟒 :
শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ১২:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
বরগুনার সাবেক উপজেলা চেয়ারম্যান মনির গ্রে*প্তার বাউফলে উপজেলা যুবদলের আহ্বায়ক জসিম ও যুগ্ম আহ্বায়ক রিয়াজ-কে বহিস্কার “নেতা চাই না রাস্তা চাই-সড়ক পথের ভোগান্তি, জীবন নয় অশান্তি” প্লাকার্ড লিখে মানববন্ধন বাউফলে মোটর সাইকেল চা*পা দিয়ে শিশু হ*ত্যা চেষ্টার অভিযোগ পটুয়াখালী জেলা কারাগারে কারারক্ষীর ঝু*লন্ত ম*র*দেহ উদ্ধার “আগামী কোরবানী ঈদের আগেই তারেক রহমান এবং বেগম খালেদা জিয়া দেশে ফিরবেন” -আলতাফ হোসেন চৌধুরী তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে বাউফলে মনির হোসেন রাজার সৌজন্যে লিফলেট বিতরণ ঈদের দিনে মানবতার দৃষ্টান্ত স্থাপন করলেন গলাচিপার ইউএনও মিজানুর রহমান বাউফলে সেলুনের আড়ালে যখন মা*দক কারবারি সুনীল পটুয়াখালীতে আত*শবা*জি ফোটাতে গিয়ে এক শিশুর মৃ*ত্যু ও দুই কিশোর গু*রুত*র আ*হ*ত

দুমকীতে ঝুঁকিপূর্ণ আয়রন ব্রীজে মরন ফাঁদ, দুর্ভোগে পথচারীরা

মোঃ রিয়াজুল ইসলাম, পটুয়াখালীঃ
  • প্রকাশিত: শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩
  • ১৮৪ বার পড়া হয়েছে

মো. রিয়াজুল ইসলাম, পটুয়াখালীঃ পটুয়াখালীর দুমকীতে দীর্ঘদিন যাবৎ সংস্কারের অভাবে ঝুঁকিপূর্ণ একটি আয়রন ব্রিজের স্লিপার ভেঙে মরন ফাঁদসহ দুর্ভোগের কারন হয়ে দাঁড়িয়েছে।

শুক্রবার (৮ ডিসেম্বর) সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার জলিশা গ্রামের জেলে পাড়ায় প্রায় ২০ বছর পূর্বে নির্মিত ওই ব্রীজটির কয়েকটি স্লিপার ভেঙে রড বেরিয়ে ফাঁকা হয়ে মরন ফাঁদে পরিনত হয়েছে। ফলে দু’পাড়ে ইট সলিংয়ের রাস্তা থাকলেও বিপাকে পড়ছেন অটোগাড়ি, মোটরসাইকেল, রিকশা, ভ্যানসহ চলাচলকারী যানবাহনের যাত্রীরা।

জানা যায়, ঝুঁকিপূর্ণ ওই ব্রীজটির দু’পাড়ে রয়েছে– জলিশা বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব জলিশা হাজী রজ্জব আলী স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা, জলিশা বালিকা মাধ্যমিক বিদ্যালয়, শামীমিয়া দাখিল মাদ্রাসা, জলিশা মাধ্যমিক বিদ্যালয়, কদমতলা কলেজ, জলিশা বুদ্ধি প্রতিবন্ধী স্কুলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। এ ব্রিজ দিয়ে পারাপারের সময় স্কুল কলেজগামী শিক্ষার্থীরা প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছে।

স্থানীয় সত্তরোর্ধ বাসিন্দা শ্রী চন্দ্র হাওলাদার বলেন, ব্রীজটির স্লিপার ভেঙে জবুথবু হয়ে পড়ে আছে। হঠাৎ কেউ অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে নেয়া যায় না। এছাড়াও কৃষকের উৎপাদিত পণ্য উপজেলা সদরে বিক্রি করতে বা উপজেলা সদর থেকে ভারি কোন কিছু কিনে আনতে বিপক্ষে পড়তে হয়।

দ্রুত সংস্কার বা নূতন করে আরেকটি ব্রিজ নির্মাণের দাবি করে স্থানীয় বাসিন্দা ও প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক বিমল চন্দ্র দাস বলেন, কোমলমতি শিশুদের শিক্ষা প্রতিষ্ঠানে পাঠিয়ে দুঃশ্চিন্তায় থাকেন অভিভাবকেরা।

এ বিষয়ে জানতে চাইলে আঙ্গারিয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সৈয়দ গোলাম মর্তুজা সাউথ বিডি নিউজকে জানান, ইতিমধ্যে আয়রন ব্রীজটি সংস্কারের জন্য এডিবি’র আর্থিক সহায়তায় একলক্ষ টাকা বরাদ্দ দেয়া হয়েছে, যা দুমকী এলজিইডি কার্যালয়ের টেন্ডারের কার্যক্রম চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট