1. info@www.southbdnews24.com : 𝐒𝐨𝐮𝐭𝐡 𝐁𝐃 𝐍𝐞𝐰𝐬 𝟐𝟒 :
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৫:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলায় ধ্বংস করা হয়েছে প্রায় ৯ কোটি টাকার ইয়াবা ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী সদর উপজেলা কমিটির পরিচিতি সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত পটুয়াখালীতে ডাঃ আজাদের বিরুদ্ধে সাময়িক বরখাস্ত প্রত্যাহার না করলে স্বাস্থ্যসেবা বন্ধের হুশিয়ারি বন্দোবস্ত পাওয়ার পঁচিশ বছরেও জমি দখলে যেতে পারেনি ভূমিহীন তিনটি পরিবার পিরোজপুরে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ পৌর শাখার আংশিক কমিটি ঘোষণা পবিপ্রবির ছাত্র আশিকের অকাল মৃত্যু: চিকিৎসায় অবহেলার অভিযোগে তদন্ত কমিটি, শিক্ষার্থীদের ক্ষোভ বাউফলে ভাড়াটিয়ার দোকান তালা দেওয়া সহ ভাড়া উত্তোলনের অভিযোগ পিরোজপুরে বর্ষবরণে ১০১ ধরনের দেশীয় ফল-পিঠার বর্ণিল আয়োজন বাউফলে ভাঙাচুরা রাস্তাঘাট দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন ভোলায় ৫ বছরের শি*শু ধ*র্ষ*ণ মামলার আসামী গ্রে*ফতা*র

পটুয়াখালীতে হিন্দু পরিবারের জমি দখলের পায়তারা ও প্রাণ নাশের হুমকির অভিযোগ

এস. আল-আমিন খাঁন, পটুয়াখালীঃ
  • প্রকাশিত: শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩
  • ৩০১ বার পড়া হয়েছে

এস আল-আমিন খাঁন, পটুয়াখালীঃ পটুয়াখালীতে হিন্দু পরিবারের ভোগদখলীয় জমি দখল করে এলাকা থেকে বিতারিত করতে পায়তারা ও প্রান নাশের হুমকি ধামকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগকারী হলেন, গোপাল চন্দ্র সাহা, পিতা মৃত মতি লাল সাহা। অভিযুক্ত ব্যাক্তি হলেন, শানু হাওলাদার (৪৫), পিতাঃ মৃত ফজলু হাওলাদার।

অভিযোগ সুত্রে, সদর উপজেলার ১৩ নং ভুরিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড শৌলা গ্রামে পূর্ব থেকেই হিন্দু সম্প্রদায়ের জমি দখল করে এলাকা থেকে বিতারিত করার পায়তারা চালাচ্ছে একই গ্রামের বাসিন্দা শানু হাওলাদার। অভিযোগ আরও বলা হয়, ঘটনার দিন গত (২১-১১-২৩ ইং) তারিখ বিকেল আনুমানিক ৪ টার সময় গোপাল চন্দ্র সাহার জমি চাষাবাদ করার সময় বাঁধা প্রদান করে শানু হাওলাদার। বাঁধা প্রদানের কারন জানাতে চাইলে জমি তার দাবি করে বিভিন্ন ধরনের অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করে। প্রতিবাদ জানাতে গেলে প্রকাশ্যে দেশীয় অস্ত্র দাও হাতে নিয়ে প্রান নাশের হুমকি ধামকি দেয়। এছাড়াও থানা পুলিশে জানালে পরিনত আরও খারাপ হবে। এসময় থানা সম্পর্কে অসামাজিক ভাষা ব্যবহার করে বলেন থানায় জানলে কোন লাভ হবেনা থানা তার কোন কাজে লাগেনা বিএনপি ক্ষমতায় আসলে হিন্দু সম্প্রদায়কে এলাকা থেকে বিতারিত করে বসতবাড়ি দখল করার হুমকি দেয় শানু হাওলাদার।

অভিযোগের সত্যতা জানতে ঘটনার সময় উপস্থিত সাক্ষী ও এলাকার স্থানীয়দের বক্তব্য অনুযায়ী, অভিযুক্ত শানু হাওলাদার এর পিতা ফজলু হাওলাদার কে বসতঘর তৈরি করে থাকার জন্য গোপাল সাহার পিতা মৃত মতি লাল জমি দিয়েছেন বর্তমানে ও সেই জমিতেই থাকছে শানু হাওলাদার। দীর্ঘদিন ধরে গোপাল সাহা জমি চাষাবাদ করছে কোন সমস্যা ছিলোনা। হঠাৎ করে এ বছর জমি নিয়ে বিরোধ সৃষ্টি হয়েছে। এনিয়ে তর্কবিতর্ক হলে এসব ঘটনা ঘটে বলে জানান।

ইউপি চেয়ারম্যান রুবেল মোল্লা বলপন, ঘটনাটি আমাকে জানিয়েছে যদি উভয়পক্ষ আমার কাছে আসে আমি বিষয়টি মিমাংসা করে দেয়ার চেষ্টা করবো। আর আইন বিরোধী কোন ঘটনা ঘটলে সেখানে ব্যবস্থা নেবে প্রশাসন। ইউপি সদস্য সরোয়ার খাঁন বলেন, এধরনের ঘটনা ঘটছে কিনা আমার জানা নেই। গ্রাম পুলিশ লিটন বলেন, বিষয়টি জানার জন্য শানু হাওলাদারকে একাধিকবার ফোন করে আসতে বললেও আসেনি এখন পর্যন্ত পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে বলে জানান।

এ ঘটনায় সরেজমিনে অভিযুক্ত শানু হাওলাদার এর কাছে জানতে গেলে প্রতিবেদককের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। তাকে বাড়িতে পাওয়া যায়নি। তার স্ত্রীকে একাধিকবার ফোন করে আসতে বললেও আসেনি, বিষয়টি এরিয়ে গেছেন তিনি।

এবিষয়ে ভুক্তভোগী গোপাল চন্দ্র সাহা নিরাপত্তার জন্য সদর থানায় একটি জিডি করেন, জিডি নং-১১৪১, তারিখ-২১/১১/২৩ ইং।

এব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ জসিম উদ্দিন বলেন, ঘটনার বিষয় তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করবে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট