মুঃ মুজিবুর রহমান, বাউফল, পটুয়াখালীঃ পটুয়াখালীর বাউফলে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ বশির গাজী শ্রেণীকক্ষে বসে শিক্ষার্থীদের সাথে ক্লাস করেছেন। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে বাউফল আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনে যেয়ে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিতে তিনি দশম শ্রেণির শিক্ষার্থীদের সঙ্গে ক্লাসে অংশ নেন। ক্লাসে অংশ নেওয়ার পাশাপাশি তিনি ক্লাসও নিয়ে থাকেন।
বাউফলে যোগদানের পর থেকেই তিনি প্রশাসনিক দায়িত্বপালনের পাশাপাশি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পরিদর্শনে যেয়ে শিক্ষার্থীদের সঙ্গে ক্লাসে বসে ক্লাসে অংশগ্রহন করেন এবং শিক্ষার্থীদের পাঠদান দিয়ে থাকেন। ইউএনওর সঙ্গে শ্রেণিকক্ষে বসে ক্লাস করায় শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করতে দেখা যায়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজী বলেন,শিক্ষার্থীদের লেখাপড়ার মান উন্নয়নের জন্য উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করে ক্লাস নিচ্ছেন এবং ক্লাসে বসে শিক্ষার্থীদের সঙ্গে ক্লাস করেন।