1. info@www.southbdnews24.com : 𝐒𝐨𝐮𝐭𝐡 𝐁𝐃 𝐍𝐞𝐰𝐬 𝟐𝟒 :
শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ১২:০২ পূর্বাহ্ন
সর্বশেষ :
বরগুনার সাবেক উপজেলা চেয়ারম্যান মনির গ্রে*প্তার বাউফলে উপজেলা যুবদলের আহ্বায়ক জসিম ও যুগ্ম আহ্বায়ক রিয়াজ-কে বহিস্কার “নেতা চাই না রাস্তা চাই-সড়ক পথের ভোগান্তি, জীবন নয় অশান্তি” প্লাকার্ড লিখে মানববন্ধন বাউফলে মোটর সাইকেল চা*পা দিয়ে শিশু হ*ত্যা চেষ্টার অভিযোগ পটুয়াখালী জেলা কারাগারে কারারক্ষীর ঝু*লন্ত ম*র*দেহ উদ্ধার “আগামী কোরবানী ঈদের আগেই তারেক রহমান এবং বেগম খালেদা জিয়া দেশে ফিরবেন” -আলতাফ হোসেন চৌধুরী তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে বাউফলে মনির হোসেন রাজার সৌজন্যে লিফলেট বিতরণ ঈদের দিনে মানবতার দৃষ্টান্ত স্থাপন করলেন গলাচিপার ইউএনও মিজানুর রহমান বাউফলে সেলুনের আড়ালে যখন মা*দক কারবারি সুনীল পটুয়াখালীতে আত*শবা*জি ফোটাতে গিয়ে এক শিশুর মৃ*ত্যু ও দুই কিশোর গু*রুত*র আ*হ*ত

কন্যাকুমারীতে একদিন

লুৎফুন্নেছা লুৎফাঃ
  • প্রকাশিত: শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩
  • ২৫৩ বার পড়া হয়েছে

কয়েকদিন পর্যন্ত শরীর, মন কোনোটাই ভাল যাচ্ছিলো না।কেমন যেনো পাগল পাগল লাগছিলো। হঠাৎ করে মনে হলো কোথাও ঘুরে আসি। ভাবনা-চিন্তা না করেই ট্রেনের টিকেট কেটে কন্যাকুমারীর ট্রেনে উঠে বসলাম। হোটেলে পৌছে দেখি রাত ১০ টা। মাথায়ই ছিলো না, সকাল থেকে কিছুই খাওয়া হয়নি। এত রাতে বাইরে যেয়ে খাওয়া সম্ভব না।কিন্তু ঘুম হল না। ভোর ৫:৫৫মি:, হঠাৎ করে মিউজিক বেজে উঠল। দরজা খুলতেই গরম চা হাতে হোটেল বয় বললেন, “বেলকনিতে যাও, সূর্যোদয় এর সময় হয়ে আসছে।” চারদিকের অন্ধকার তখনো কাটেনি। দূরে গীর্জা থেকে প্রার্থনা ভেসে আসছে, পাশে মন্দিরের ঘণ্টাধ্বনি, সমুদ্রের গর্জন আর ঝিরঝিরে হালকা ঠান্ডা বাতাস – নিমিষেই সমস্ত ক্লান্তি দূর হয়ে গেল। আস্তে আস্তে পুবের আকাশ লাল করে সূর্যোদয় হতে শুরু করল। জীবনে প্রথমবার সূর্যোদয় দেখার সৌভাগ্য হল, তাও কন্যাকুমারীতে। সমুদ্রের মধ্যখানে একটি ছোট্ট পাহাড়ের উপর বিবেকানন্দ রক। বড় বোটে করে যেতে হয়। এটা হিন্দুদের পূন্যস্থান। তবে আমার ভাল লেগেছে সমুদ্রের মাঝখানে দাঁড়িয়ে তিনটি সাগর (ভারত মহাসাগর, আরব সাগর, বঙ্গোপসাগর) এর মহা মিলন উপভোগ করার। তিনটি সাগরের পানি পাশাপাশি প্রবাহিত হয় অথচ আলাদা রঙ নিয়ে। চারদিকে সমুদ্রের প্রচন্ড গর্জন-সে এক অন্য রকম অনুভুতি। ফেরার পথে মনে হল পথের পাশের পাহাড়গুলো হাতছানি দিয়ে ডাকছে,আর একটু থেকে যাও। আমার সমস্ত দুঃখ-কষ্ট, যন্ত্রনা বিসর্জন দিলাম কন্যাকুমারীর জলে। অনেক দিন পরে আমাকে একটু শান্তি দিয়েছে কন্যাকুমারী।

লুৎফুন্নেছা লুৎফা, প্রধান শিক্ষিকা, ডোনাভান সরকারি প্রাথমিক বিদ্যালয়, পটুয়াখালী সদর, পটুয়াখালী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট