জীবনের কঠিন বাস্তবতা নিয়ে একটি অসাধারণ কবিতা
আনোয়ার হোসেন বাদলঃ
-
প্রকাশিত:
বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
-
৪৫৫
বার পড়া হয়েছে

প্রহসনের ঘুড়ি
পাখি জীবন প্রেমের সুতোয় বাঁধা
প্রেম ছিলো এক প্রহসনের ঘুড়ি
রাই কিশোরী স্বপ্ন তাহার রাধা
ছুঁইতে গেলে সিঁদ কেটে হয় চুরি।
চোরাই পথের হটাৎ সুতোর টান
চমকে উঠে তাকায় ঘুড়ির পানে
ঘুড়ি সে নয় রাধার মুখটি ম্লান
ম্লান বদনে দৃষ্টি অন্যখানে।
ওষ্ঠে প্রেমের চাইছে ছোঁয়া যার
আনবাড়িতে কেম্নে কাটায় সেই?
ভাবনা বিষে ঝাপসা দৃষ্টি তার
বিভ্রমে তাই বিবর্ণ রোশনাই।
ব্যর্থ-বিমূঢ় প্রেমিক জীবন যায়
কোথায় কীসের স্বপ্ন এবং সাধ?
নিরুদিষ্ট পথ চলা তার দায়
পাঁজর ভাঙা মিথ্যে অপবাদ।
ঘুচবে ক্ষত মৃত্যু এলে দ্বারে
ক্লান্ত পথিক অপেক্ষাতে তার
ভগ্ন হৃদয় বিদীর্ণ পদভারে
স্তব্ধ মনে, ঘুটঘুটে আন্ধার।
কলমেঃ আনোয়ার হোসেন বাদল
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন