মো: রিয়াজুল ইসলাম: পটুয়াখালীর দুমকীতে দিনে দুপুরে ছাগল চুরির সময় হাতেনাতে এলেন প্যাদা, মো: রুবেল হাওলাদার ও মো: সম্রাট শিকদার নামে ৩ জন আন্ত:জেলা চোরচক্রের সদস্যকে আটক করেছে দুমকী থানা পুলিশ। এসময় একটি সিএনজি জব্দ করা হয়। ছাগল দু’টির মালিক উপজেলার লেবুখালী ইউনিয়নের আঠারোগাছিয়ার মাদ্রাসা ব্রীজ এলাকার মো: জাকির হোসেন।
চোর চক্রের মূলহোতা এলেন প্যাদা পার্শ্ববর্তী বাউফল উপজেলার কাছিপাড়া ইউনিয়নের ছত্রকান্দা এলাকার ইউনুস প্যাদার ছেলে। এছাড়াও তার নামে বরিশালের বন্দর থানা, কোতোয়ালি থানা, এয়ারপোর্ট থানা, ঝালকাঠির নলছিটি থানা ও পটুয়াখালীর মির্জাগঞ্জ থানায় ২টি সহ মোট ৬টি মামলা রয়েছে। অপর আসামী সিএনজি ড্রাইভার রুবেল হাওলাদারের গ্রামের বাড়ি ঝালকাঠি জেলা সদরের কেওরা ইউনিয়নের পাকমোহর বড়বাড়ি। তিনি মৃত. আ: রব হাওলাদারের ছেলে। তার নামে পটুয়াখালীর মির্জাগঞ্জ থানায় মামলা রয়েছে। ৩ নম্বর আসামী সম্রাট শিকদারের গ্রামের বাড়ি ঝালকাঠি জেলার নলছিটির মুখিয়া এলাকায়। সে রফিক শিকদারের ছেলে।
সূত্র জানায়, শনিবার দুপুর ১টার দিকে দুমকী থানার ওসি তারেক মোহাম্মদ আবদুল হান্নান ও ওসি (তদন্ত) মোহাম্মদ শফিউর রহমানের তদারকীতে ৪নং বিট অফিসার এসআই মোঃ শাহীন হোসেন সঙ্গীয় ফোর্সসহ স্থানীয় লোকজনের সহায়তায় আঠারগাছিয়া মাদ্রাসা ব্রীজ নামের এলাকা থেকে ২টি বাদামী রংয়ের ছাগল ও চোরাইকাজে ব্যবহৃত ১টি সিএনজিসহ ওই ৩ সদস্যকে আটক করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ আঃ হান্নান জানান, “সংশ্লিষ্ট আইনে আটক আসামীদের বিরুদ্ধে মামলা হয়েছে। আগামীকাল তাদের জেল হাজতে প্রেরণ করা হবে।”