1. info@www.southbdnews24.com : 𝐒𝐨𝐮𝐭𝐡 𝐁𝐃 𝐍𝐞𝐰𝐬 𝟐𝟒 :
বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ১১:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালী জেলা কারাগারে কারারক্ষীর ঝু*লন্ত ম*র*দেহ উদ্ধার “আগামী কোরবানী ঈদের আগেই তারেক রহমান এবং বেগম খালেদা জিয়া দেশে ফিরবেন” -আলতাফ হোসেন চৌধুরী তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে বাউফলে মনির হোসেন রাজার সৌজন্যে লিফলেট বিতরণ ঈদের দিনে মানবতার দৃষ্টান্ত স্থাপন করলেন গলাচিপার ইউএনও মিজানুর রহমান বাউফলে সেলুনের আড়ালে যখন মা*দক কারবারি সুনীল পটুয়াখালীতে আত*শবা*জি ফোটাতে গিয়ে এক শিশুর মৃ*ত্যু ও দুই কিশোর গু*রুত*র আ*হ*ত গৌরনদীতে ব্যবসায়ীদের আয়োজনে ইফ্তার মাহ্ফিল অনুষ্ঠিত সৌদি আরবের সাথে মিল রেখে বাউফলের ১৪ গ্রামে ঈদ উৎসব পটুয়াখালীর বদরপুরসহ ২৭টি গ্রামে ঈদুল ফিতর পালিত ইটবাড়ীয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

ছোটবেলার বান্ধবীকে নিয়ে একটি চমৎকার রোমান্টিক ছোটগল্প।

মমতাজ খানমঃ
  • প্রকাশিত: শুক্রবার, ১২ জুলাই, ২০২৪
  • ৪১২ বার পড়া হয়েছে

ছোটবেলার বন্ধু

আজ আমি হাসতে হাসতে মূর্ছা গেলাম, কেন জানেন? জানলেতো আমার বারোটা বাজিয়ে দিবেন! তবুও একটুসখানি বলি। আমিনা আমার সেই ছোটবেলার বন্ধুটির সাথে দেখা করতে গিয়েছিলাম, সাথে ছিল আমার মামনি লতা। গিয়ে দেখি, ওর শশুর বাড়ীর একটি বাগানে সব্জি তুলছে। আমি সুমনাকে গিয়ে পিছন থেকে চোখ চেঁপে ধরলাম। ওমা! খুব লাগছেতো, ছেরে দাও, ছেড়ে দাও, কে তুমি? এসব বলতে থাকলো। আমি ছাড়ছিনা, তবুও আরো জোড়ে চেঁপে ধরছি।

ওমা, এ কোন দুষ্টরে আমাকে ছাড়ছেনা! ছাড়ো নয়তো জোরে চিৎকার করে মানুষ জমা করে ফেলবো। মনে মনে কিছুটা ভয় পেয়ে গেলাম। তারপরেও ছাড়ছিনা, বলছি আমি কে বল তারপর ছাড়ব।

এদিকে লতা মামনি হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। সুমনা আস্তে করে একটা চিৎকার দিল। পিছু ফিরে কে যেন একজন তাকাল, আমি না দেখার ভান করে বলছি, বল আমি কে? তারপরে ছাড়ব। ওমা! তুমি পুরুষ দেখি! আমার স্বামী দেখলেতো তোমাকে মেরেই ফেলবে। এই কি বলছোস? আমি কি তোর স্বামীর চেয়ে কম নাকি রে! তবুও ছাড়ছিনা চোখ। এবার লতা মামনি এসে বলল, বাবা! এবার ছেড়ে দাও, আন্টির লাগছেতো। আমি আবার লতা মামনির কথা ফেলিনা। তারপরেও বললাম, এবার বল আমি কে? সুমনা আমি কে তা বলতেই পারল না, তবুও লতা মামনির কথায় চোখদু’টো ছেড়ে দিলাম।

আমাকে দেখে চোখদু’টো কচলাতে কচলাতে ডাগোর ডাগোর চোখে ড্যাব ড্যাব করে তাকিয়ে ভ্যা করে কেঁদে ফেলল। সুমনা দোস্ত তুই,,,,, বলে আমাকে জড়িয়ে ধরল। লতা মামনিকে ইঙ্গিত করে বলল কে এই পরিটা? বলেই বুকে জড়িয়ে নিলো। লতা মামনিকে এর আগের কথোপওকথনে সুমনার বুঝতে আর বাকি রইলনা যে ও আমার নয়নের মনি। এবার বল, এত বছর পরে তুই কোথা থেকে আসলি? তোর ছোটবেলার অভ্যাসটাতো এখনও রয়ে গেছে। আমাকে যখন তখন মারতিস, চুল ধরে টান দিতিস, ঘার ধরে ধাক্কা দিতিস, আর আমি ভয়ে তোকে দেখে পালিয়ে ১০ হাত দুরে থাকতাম। তবুও তুই মারার জন্য আমাকে খুজে বেড়াতিস আর আজও দেখলাম তার রেশ তোর রয়েই গেছে আমাকে মারার অভ্যাসটা তোর এখনো যায়নি এসেই তাই করলি।

আমি: বললাম তুই কি আমাকে এখনো ভয় পাস?
সুমনা: না পেয়ে কই যাব বল? এসেইতো তাই করলি! ওকে চল এবার বাড়ী চল। চলে গেলাম সুমনার বড়ীতে।

বাড়ীতে গিয়ে সুমনার স্বামীর সাথে পরিচয় করিয়ে দিল। ব্যাচারা স্বামী মামুন সাহেব বেশ ভাল মানুষ, আমার সাথে আলিঙ্গন করে রিসিভ করলেন কিন্তুু আমি কি আর শান্তিতে থাকতে দেই! সুমনাকে বললাম সুমনা আমার চেয়ে খুব একটা ভাল হয়নি মনের দিক থেকে। হতে পারে কিন্তুু ভালবাসা আর দুষ্টমীতে তেমনটা নয়।

ভালবাসার মধ্যে দুষ্টুমী আর একটু পর পর রাগিয়ে দেওয়া না হলে কি প্রেম জমে? ভাল লাগে বল? এগুলো সবই মামুন সাহেবের সামনেই বলা।

মামুন সাহেব মুচকি হাসি দিয়ে আমাকে নাস্তা এনে দিলেন আর বললেন, নেন পুড়ানো প্রেমিককে তো পেলেন না তার হাতের খাবার খেয়ে তৃপ্তি নিন। আমি তো শেষ ওনার কথা শুনে তবে কি সন্ধেহের বীজ বপন করলাম নাকি এগুলো মনে মনে ভাবতেছি আর নাস্তা খাচ্ছি।

একটু পরে সুমনা কাছে আসলে তার গায়ে একটু ফুক দিয়ে কুলি ছুড়ে দিলাম আর বললাম এই নাও আমার হাতে তো অনেকদিন খাওনা কিছুটা নাও খেয়ে নাও। সুমনা তো লজ্জায় লাল হয়ে গেল আর মনে মনে ভাবল এই শালা কি আমার সংসারটা ভেঙ্গে দিতেই আসল নাকি। আমি বুঝতে পেরে খানিকটা নিজেকে গুটিয়ে নিলাম। কিছুক্ষণ চুঁপচাপ থেকে আবার শুরু করলাম। আমার মত মানুষ দুষ্টুমী না করে কি আবার চুঁপচাপ থাকতে পারে নাকি!

সুমনাকে বললাম, চা বানাও, অনেক দিন হয়েছে তোমার হাতের চা খাইনা। সুমনার স্বামী মামুন সাহেব বললেন, যাও প্রাক্তনকে চা বানিয়ে খাওয়াও। সুমনা চা নিয়ে হাজির আর আমি ব্যাচারা সুমনার মুখপানে এমন নজর কাড়া ভাবে তাকিয়ে রইলাম যেনো ও আসলেই আমার প্রাক্তন। তবে সুমনার স্বামী তেমন একটা কিছু মনে করেননি। তিনি বুঝে ফেলছেন যে আসলেই আমি একজন দুষ্ট লোক, আমি প্রেমিক নই।

কিছুক্ষণ এইসকল দুষ্টুমী করে দুপুরবেলা খেয়েদেয়ে চলে আসলাম। কিন্তু আমাদের এইসব পাগলামো দেখে লতা মামনি হাসতে হাসতে শেষ। ছোটবেলার বন্ধুদের সাথে এমনটাই হয়…

কলমেঃ মমতাজ খানম

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট