মো. রিয়াজুল ইসলামঃ ‘অগ্রণী ব্যাংকে হিসাব খুলুন, বৈধ পথে রেমিট্যান্স আহরণ করুন’ এমন স্লোগানকে ধারণ করে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখায় স্থানীয় কৃষক ও দিনমজুরদের নিয়ে আর্থিক সাক্ষরতা কর্মসূচি পালিত হয়েছে।
রবিবার (২৩ জুন) বিকেল ৫টায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখায় প্রধান অতিথির বক্তব্যে বরিশাল সার্কেলের মহাব্যবস্থাপক মো. নূরুল হুদা দেশের সার্বিক উন্নয়নে প্রান্তিক কৃষক ও দিনমজুরদের অবদান এবং প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার ব্যবস্থাপক মো. হুমায়ুন কবীরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান গনেশ চন্দ্র দেবনাথ। এ সময় তালিকাভুক্ত উদ্যোক্তাসহ প্রায় ৫০ জন প্রান্তিক কৃষক ও দিনমজুর এ কর্মসূচিতে অংশ নেন।