জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ ঘূর্নঝড় “রিমাল” এর তান্ডবে ঘরবাড়ি হারানো ক্ষতিগ্রস্থ ৮০টি পরিবারের মাঝে ১৬০টি তাব (ত্রি-পল) ও হাইজিন বক্স বিতরণ করেছে রেডক্রিসেন্ট সোসাইটি পটুয়াখালী ইউনিট।
বুধবার (২৯ মে) বেলা ১১ টায় পটুয়াখালী সদর উপজেলার পায়রাকুঞ্জ ফেরিঘাট সংলগ্ন সাইক্লোন শেল্টারে পায়রা নদীর পাড়ের বাড়িঘর হাড়ানো উক্ত সংখ্যক ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে তাবু ও হাইজিন বক্স বিতরন করেন রেডক্রিসেন্ট সোসাইটি পটুয়াখালী জেলা ইউনিটের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট হাফিজুর রহমান হাফিজ।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিটের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন, সদস্য গাজী হাফিজুর রহমান সবির, এ্যাডভোকেট মো. হারুন অর রশিদ, সহকারী পরিচালক মো. ফারুক হোসেন, যুব রেডক্রিসেন্টের যুব প্রধান জোবায়েদ হোসেন নাছিমসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।