মোঃ রিয়াজ হোসেন, মির্জাগঞ্জ, পটুয়াখালীঃ পটুয়াখালীর মির্জাগঞ্জে বেকারির মালামাল বহনকারী ভ্যান এর সাথে মোটরসাইকেলের সংঘর্ষে আহত মোটরসাইকেল আরোহী শাহ আলম (৩৬) রবিবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৯ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
নিহত শাহ আলম উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের মির্জাগঞ্জ গ্রামের মৃত্ সিরাজ হাওলাদারের ছেলে। সে সুবিদখালী বাজারে মাছ ব্যবসায়ী ছিলেন।
নিহতের স্বজনদের সাথে কথা বলে জানা গেছে, শনিবার ২৩ ডিসেম্বর সকাল সাড়ে সাতটায় বাড়ি থেকে মোটরসাইকেলে করে সুবিদখালী যাওয়ার পথে মির্জাগঞ্জ থেকে আন্দুয়াগামী আঞ্চলিক সড়কের নূরে মদিনা মাদ্রাসা সংলগ্ন এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা বেকারির মালামাল বহনকারী ভ্যান দেখে আতঙ্কিত হয়ে মোটরসাইকেল ব্রেক করলে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, অবস্থা গুরুতর দেখে গতকালকেই তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে রেফার করা হয়েছিল। তবে কি কারণে তার স্বজনরা বরিশালে নেয়নি তা আমাদের জানা নেই।