সুনীল সরকারঃ ২১ নভেম্বর বৃহস্পতিবার ৭ পদাতিক ডিভিশন ও বরিশাল অঞ্চলের আয়োজনে সশস্ত্র বাহিনী দিবস-২০২৪ উদযাপিত হয়েছে। অনুষ্ঠানে আগত মুক্তিযোদ্ধাসহ সকল গণ্যমান্য অতিথিদেরকে অভ্যর্থনা জানান জেনারেল অফিসার কমান্ডিং ৭ পদাতিক ডিভিশন ও বরিশাল অঞ্চলের এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সশস্ত্র বাহিনী দেশের প্রতিটি ক্রান্তিলগ্নে মানুষের পাশে দাড়িয়েছে। তিনি তার স্বাগত বক্তব্যে আমন্ত্রিত অতিথিবৃন্দকে অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্যবৃন্দ, সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ, সশস্ত্র বাহিনীর সদস্যগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে এক মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।