জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ আসছে ১ জুন শনিবার দিনব্যাপী জাতীয় ভিটামিন "এ" প্লাস ক্যাম্পেইন ২০২৪ উদযাপন উপলক্ষে পটুয়াখালী পৌরসভা পর্যায়ে এক ওরিয়েন্টেশন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহষ্পতিবার (৩০ মে) বেলা ১১ টায় পৌরসভার কনফারেন্স কক্ষে প্যানেল মেয়র-১ সৈয়দা আকলিমুন্নেছা রুবী এর সভাপতিত্বে এবং ইপিআই সুপারভাইজার মো. রিয়াজুল ইসলামের সঞ্চালনায় ওরিয়েন্টেশনে জাতীয় ভিটামিন "এ" প্লাস ক্যাম্পেইনের লক্ষ্য, উদ্দেশ্যে এবং ভিটামিন "এ" ক্যাপসুল খাওয়ানোর উপকারিতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন পৌরসভার মেডিকেল অফিসার ডাঃ মো. একরামুল নাহিদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার সহকারী প্রকৌশলী মো. সোলায়মান, হিসাব রক্ষক কামরুজ্জামান বুলবুল, উচ্চমান সহকারী এসএম কামরুন্নাহার, কাউন্সিলর মো. জাহিদ হোসেন, কাউন্সিলর সাইদুর রহমান লেলিন, কাউন্সিলর মো. লোকমান হোসেন দেলোয়ার, কাউন্সিলর মো. মঈন খান বাচ্চু, কাউন্সিলর মো. রাকিব আকন, কাউন্সিলর মো. বেল্লাল, মহিলা কাউন্সিলর লাইলি আক্তার কালা, কাউন্সিলর জাহানারা বিনতে সিকান্দার ও ইপি আই সুপারভাইজার কাজল সরকার প্রমুখ।
১ জুন সকাল ৮ টা থেকে সন্ধ্যা পর্যন্ত দিনব্যাপী পৌরসভার ৯টি ওয়ার্ডে ৪৫টি কেন্দ্রে ৩ জন সুপারভাইজারসহ ৯০ জন স্বেচ্ছাসেবক ১১,১৩৪ জন শিশুকে ভিটামিন "এ" প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ মাস থেকে ১১ মাসের কম বয়সী ১,১৮৫ জন শিশুকে ১টি করে নীল রঙের ভিটামিন 'এ' ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাসের কম বয়সী ৯,৯৪৯ জন শিশুকে ১টি করে লাল রঙের ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানো হবে বলে পৌরসভার মেডিকেল অফিসার ডাঃ মো. একরামুল নাহিদ জানান।