জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাস্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদোল্লাহিয়ানসহ অন্যান্য সরকারি কর্মকর্তাদের মৃত্যুতে সরকার ঘোষিত আজ বৃহষ্পতিবার বাংলাদেশে এক দিনের রাস্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে পটুয়াখালী প্রেসক্লাবে জাতীয় পতাকা অর্ধনমিত উত্তোলন করে শোক পালন করা হয়।
এ শোক পালনে পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি মো. জাফর খান ও সাধারণ সম্পাদক জাকারিয়া হৃদয় হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাস্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদোল্লাহিয়ানসহ অন্যান্য সরকারি কর্মকর্তাদের বিদেহি আত্মার মাগফেরাত কামনা করেন। নিহতদের শোকাহত পরিবারবর্গসহ ইরানবাসীর প্রতি সমবেদনা জ্ঞাপন করেন প্রেসক্লাবের সকল সদস্যের পক্ষে সাংবাদিক নেতৃবৃন্দ।