মু. জিল্লুর রহমান জুয়েল, গলাচিপা, পটুয়াখালীঃ ভারতে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ভারতীয় পুরোহিতের কটূক্তি এবং সেই বক্তব্যকে বিজেপির এক নেতার সমর্থন দেওয়ার প্রতিবাদে দেশের বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। তারই ধারাবাহিতায় পটুয়াখালীর গলাচিপায় শনিবার (২৮ সেপ্টেম্বর) বেলা এগারোটার দিকে উপজেলার প্রাণ কেন্দ্র বাংলাদেশ জামায়াতে ইসলাম, ইসলামী শাসন আন্দোলন ও ইমাম পরিষদের আয়োজনে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
এসময়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশে নেতৃত্বে দেন গলাচিপা উপজেলা ইমাম পরিষদের সভাপতি হাফেজ মাওলানা হুমায়ুন কবির, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি হাফেজ মাওলানা আব্দুল কাইয়ুম, জনাব মাওলানা মুহাম্মাদ ইয়াহিয়া খান (সাবেক উপজেলা আমীর) বাংলাদেশ জামায়াতে ইসলামী গলাচিপা শাখা, হাফেজ মাওলানা মোঃ দলিল উদ্দিন খতিব, গলাচিপা উপজেলা কমপ্লেক্স জামে মসজিদ, হাফেজ মাওলানা মুফতি হিদায়াতুল্লাহ মুহতামিম, গলাচিপা হেলিপেট কওমি মাদ্রাসা, মাওলানা মুহাম্মাদ শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ গলাচিপা, খতিব মাওলানা মানসুরুল হক, গলাচিপা হাসপাতাল জামে মসজিদ, মাওলানা মোহাম্মদ জাকির হোসাইন, সাধারণ সম্পাদক, ইসলামী আন্দোলন বাংলাদেশ গলাচিপা এবং মাওলানা মোঃ নুরুজ্জামান, ইমাম ও খতিব কলেজ পাড়া জামে মসজিদ।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তারা বলেন, অনতিবিলম্বে হয়রত মোহাম্মদ (সাঃ) এর অবমাননাকরীদের সর্বচ্চ শাস্তি মৃত্যূদন্ডাদেশ জারি করতে হবে। তা না হলে সারা বিশ্বের মুসলিম সম্প্রদায়ের সাথে বাংলাদেশের মুসলমানরাও ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদে আরো কঠিন কর্মসূচী সহ ভারতীয় পণ্য নিষিদ্ধ করা হবে। তারা বলেন, মুসলমান একবার মরে বার বার মরেনা। পৃথিবীর এবং আসমান জমিনের মহামানব মহানবীর সম্মান রক্ষায় আমরা জীবন দিতেও পিছপা হবোনা। তাই ভারত সরকার কে ঐ দুই কুলাঙ্গারের সর্বচ্চ শাস্তি নিশ্চিত করার দাবী জানান তারা।