জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব উন্নয়ন অধিদপ্তর পটুয়াখালী কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নম্বর-০৬৮/২০২৪, তারিখ: ০১.১২.২০২৪) স্বেচ্ছাসেবী সংগঠন ইউথ ফাউন্ডেশনের কমিটি গঠিত হয়েছে।
নবগঠিত ইউথ ফাউন্ডেশন পটুয়াখালী এর সভাপতি হয়েছেন পটুয়াখালীর বিশিষ্ট ব্যবসায়ীনও সমাজসেবক আবুল কালাম আজাদ এর পুত্র আদনান শাহারিয়ার আবিদ। এ কমিটিতে সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মাসুদা বেগম, সহ- সাধারণ সম্পাদক মো. ইমাম হাসান, কোষাধ্যক্ষ মো. মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মনু তালুকদার, সহ- সাংগঠনিক সম্পাদক মো. খায়রুল ইসলাম, প্রচার সম্পাদক সুজন গাজী, দপ্তর সম্পাদক মো. ফেরদাউস।
নবনির্বাচিত কমিটির সভাপতি আদনান শাহারিয়ার আবিদ জানান, যুবকদের সংগঠিত করে পিছিয়ে পড়া হত দরিদ্র মানুষের কল্যানসহ সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করাই হচ্ছে ইউথ ফাউন্ডেশনের লক্ষ্য। এ উন্নয়নমূলক কার্যক্রমে সংশ্লিষ্ট সকলের সহযোগীতা কামনা করেন আবিদ।