ষ্টাফ রিপোর্টারঃ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ও তাদের ভূখণ্ড থেকে দখলদার বাহিনীকে অপসারণের দাবীতে “সংহতি সমাবেশ” করেছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা।
বুধবার (১১ অক্টোবর) দুপুরে পবিপ্রবির কেন্দ্রীয় মসজিদের সামনে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে এই কর্মসূচী পালিত হয়
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মারসিফুল আলম রিমনের উপস্থাপনায় সাজ্জাদুল ইসলাম নাঈমের কন্ঠে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে কর্মসূচী শুরু হয়।
এসময় বক্তব্য রাখেন কৃষি অনুষদের শিক্ষার্থী রেদওয়ান উল্লাহ আব্বাস, নিউট্রিশন এন্ড ফুড সাইন্স অনুষদের ফজলে রাব্বি, তুহিন শিকদার ও সাইদুল ইসলাম, ব্যবসায় প্রশাসন অনুষদের আব্দুল্লাহ আল রায়হান।
সমাবেশ শেষে একটি মিছিল বের হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে কেন্দ্রীয় মসজিদের সামনে এসে দোয়া ও মোনাজাতের মধ্যে দিয়ে সমাপ্ত হয়।
এসময় বক্তারা বলেন, ফিলিস্তিনের মানুষের প্রতি ইসরায়েলের অবৈধ দখলদারিত্ব, নির্মম নির্যাতন এবং গণহত্যার প্রতিবাদ জানিয়ে, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে বিশ্ব মুসলিম ও জাতিসংঘকে কঠোর হওয়ার আহবান জানান।
উক্ত সমাবেশে বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী এবং সাধারণ ধর্মপ্রাণ মুসল্লিরাও উপস্থিত ছিলেন।