জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ সারাদেশে অব্যাহত ধর্ষন, নারী নির্যাতনের প্রতিবাদ এবং নারী- শিশুসহ সকলের নিরাপত্তা নিশ্চিতের দাবীতে পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিবাদ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ মার্চ) বেলা সাড়ে ১১ টার সময় কেন্দ্রীয় শহীদ মিনার এর সামনে থেকে পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থী ব্যানার নিয়ে এক মিছিল শুরু করে বিভিন্ন সড়ক ঘুরে জেলা প্রশাসক কার্যালয় ভবনের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে স্কুল শিক্ষার্থীরা। এ সময় শিশু আছিয়াসহ সারাদেশে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি দাবী করে বক্তব্য রাখেন আয়নাল জাহিদ, সাব্বির হোসেন, জাহিদুল ইসলাম ও জিসান খান প্রমুখ।