জালাল আহমেদ, পটুয়াখালীঃ পটুয়াখালী পৌরসভার পুরান বাজার নিবাসী ও দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার পটুয়াখালী জেলা প্রতিনিধি নিয়াজ মোর্শেদ সেলিম মঙ্গলবার (১৬ এপ্রিল) সন্ধ্যা ৭.৫৮ মিঃ সময় ঢাকার মুগ্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ( ইন্নালিল্লাইহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৫ বছর। তিনি পিতা-মাতা, স্ত্রী ও দুই ছেলে মেয়েসহ বহু বন্ধুবান্ধব এবং আত্মীয়-স্বজন রেখে গেছেন। তার মৃত্যুতে পুরান বাজার এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি দীর্ঘদিন ঢাকা ইবনেসিনা হসপিটালে চিকিৎসারত ছিলেন। মঙ্গলবার ইবনেসিনা হসপিটাল থেকে মুগ্ধা সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য স্থানান্তরিত করে নেয়ার পরই তার মৃত্যু হয়েছে বলে তার ছেলে সোয়েব জানান। মরদেহ পটুয়াখালীতে আনার পর স্বজনরা তার জানাজা নামাজের সময় ও স্থান নির্ধারন করবেন বলেও মরহুমের শোকাহত পুত্র সোয়েব জানান। নিয়াজ মোর্শেদ সেলিম এর বিদেহী আত্মার মাগফিরাত এর জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন তার পরিবার।