সাউথ বিডি নিউজ ২৪ ডেস্কঃ ইরানের স্বার্থের বিরুদ্ধে ইসরাইল আর কোনো পদক্ষেপ নিলে তেহরান সঙ্গে সঙ্গে সর্বোচ্চ শক্তি দিয়ে পরবর্তী হামলা চালাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আব্দুল্লাহিয়ান। শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম এনবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ হুঁশিয়ারী দেন।
পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহিয়ান বলেন, “ইসরাইল যদি আবারও দুঃসাহসিক কাজ করতে চায় এবং ইরানের স্বার্থের বিরুদ্ধে কাজ করতে চায়, তা হলে আমাদের পরবর্তী প্রতিক্রিয়া তাৎক্ষণিক এবং সর্বোচ্চ পর্যায়ে হবে।” এর আগে বিভিন্ন মিডিয়ার রিপোর্টে বলা হয়, শুক্রবার ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরাইল। তবে এই দাবি অস্বীকার করে ইরান।
ইরানের এক কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, “ইরানে কোনো ক্ষেপণাস্ত্র হামলা চালায়নি ইসরাইল। ইসফাহানে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সক্রিয় করার কারনে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছিলো।”